শ্রীলঙ্কার কোচের দায়িত্বে জয়সুরিয়া

শ্রীলঙ্কার কোচের দায়িত্বে জয়সুরিয়া

শ্রীলঙ্কা জাতীয় দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন দেশটির সাবেক অধিনায়ক সনাৎ জয়সুরিয়া। ঘরের মাঠে ভারতের বিপক্ষে সাদা বলের সিরিজ ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ পর্যন্ত তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৫ বছর বয়সী জয়সুরিয়াকে আনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেওয়ার কথা জানায় শ্রীলঙ্কা ক্রিকেট।

এর আগে বড় কোনো দলকে কোচিং করানোর অভিজ্ঞতা নেই জয়সুরিয়ার। তবে গত মাসে হওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের পরামর্শক ছিলেন তিনি। বর্তমানে দেশটির ছেলেদের দলের প্রধান নির্বাচকের দায়িত্বেও আছেন সাবেক এই বাঁহাতি অল-রাউন্ডার।

ব্যর্থ টি-টুয়েন্টি বিশ্বকাপ অভিযান শেষে প্রধান কোচের পদ থেকে ক্রিস সিলভারউড এবং আরেক পরামর্শক মাহেলা জয়াবর্ধনে পদত্যাগ করেন। টুর্নামেন্টে গ্রুপ পর্বের বাধাও পেরুতে পারেনি ২০১৪ সালের চ্যাম্পিয়নরা। এর আগে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের লিগ পর্ব থেকে বাদ পড়ার পাশাপাশি চ্যাম্পিয়নস ট্রফিতে খেলারও সুযোগ হারার তারা।

দীর্ঘ মেয়াদে কোচের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হবে বলে জানিয়েছেন বোর্ডের প্রধান নির্বাহী। এই তালিকায় তাদের প্রথম পছন্দ স্থানীয় কোনো কোচ।

আগামী ২৭ জুলাই ভারতের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে কোচ হিসেবে লঙ্কান ক্রিকেটে জয়সুরিয়ার নতুন অধ্যায়। তিন ম্যাচে টি-টুয়েন্টি সিরিজের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হওয়ার কথা আছে আগস্ট। এরপর ইংল্যান্ডে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দলটি, যা শুরু হবে ২১ আগস্ট। এই সিরিজ দিয়ে আপাতত কোচ হিসেবে জাতীয় দলের দায়িত্ব শেষ করবেন জয়সুরিয়া।

মন্তব্য করুন: