পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে চায় না ভারত
১১ জুলাই ২০২৪
আগে থেকেই শঙ্কা ছিল চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে পাকিস্তানের ভারতে যাওয়া নিয়ে। এবার সব শঙ্কাকে সত্যি করে ভারতের ম্যাচগুলো পাকিস্তানের বাইরে আয়োজনের ব্যাপারে আইসিসিকে অনুরোধ জানাতে চলেছে দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআই। পাকিস্তানের বদলে সংযুক্ত আরব আমিরাতের দুবাই অথবা শ্রীলঙ্কায় ম্যাচগুলো খেলতে চায় তারা।
আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের জন্য ইতোমধ্যেই আইসিসির কাছে খসড়া সূচি পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আট দলের টুর্নামেন্টটি তিনটি ভেন্যুতে আয়োজন করতে চাচ্ছে তারা। ভারতের নিরাপত্তার কথা মাথায় রেখে তাদের সব ম্যাচ রাখা হয়েছে লাহোরে। এমনকি তারা সেমি-ফাইনালে উঠলে সেটিও লাহোরে আয়োজন করা হবে।
দুই দেশের বৈরি রাজনৈতিক সম্পর্কের কারণে লম্বা সময় ধরেই পাকিস্তান সফরে যায়নি ভারত। কেবল আইসিসির আসর ও এশিয়া কাপেই কেবল একে অপরের মুখোমুখি হয়ে আসছে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দল।
পাকিস্তানে অনুষ্ঠিত গত বছরের এশিয়া কাপের জন্য ভারত দেশটিতে সফর করতে রাজি হয়নি। ফলে রোহিত-কোহলিদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নিতে বাধ্য হয় আয়োজক কমিটি। পরে টুর্নামেন্টটি পরিচিতি পায় হাইব্রিড মডেল হিসেবে। এবার চ্যাম্পিয়নস ট্রফিও একই মডেলে খেলতে চায় ভারত।
দেশটির বার্তা সংস্থা এএনআইকে বিসিসিআইয়ের একটি সূত্র বলেন, “ভারত চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না। আমরা আইসিসিকে বলব, ম্যাচগুলো যেন দুবাই বা শ্রীলঙ্কায় আয়োজন করা হয়।”
এর আগে গত বিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা জানান, কেবল ভারত সরকার অনুমতি দিলেই তারা পাকিস্তান সফর করবে।
খসড়া সূচি অনুযায়ী, আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হয়ে ৯ মার্চ পর্যন্ত চলবে চ্যাম্পিয়নস ট্রফি। আট দলের টুর্নামেন্টে বাংলাদেশ আছে ‘এ’ গ্রুপে। নাজমুল হোসেন শান্তর দলের সঙ্গী হিসেবে রাখা হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানকে। গ্রুপের অপর দলটি নিউ জিল্যান্ড। অন্যদিকে ‘বি’ গ্রুপে আছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান।
মন্তব্য করুন: