ব্যাটারদের ব্যর্থতায় সেমিতে ভারতের কাছে হারল মেয়েরা

২৬ জুলাই ২০২৪

ব্যাটারদের ব্যর্থতায় সেমিতে ভারতের কাছে হারল মেয়েরা

ফাইনালে ওঠার লড়াইয়ে পুরোপুরি ব্যর্থ ব্যাটাররা। ১০ উইকেটের বড় ব্যবধানে ভারতের কাছে হেরে তাই মেয়েদের এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ।

শুক্রবার ডাম্বুলায় প্রথম সেমি-ফাইনালে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে বাংলাদেশ উইকেট হারিয়ে তুলতে পারে মোটে ৮০ রানে। জবাবে দুই ওপেনার স্মৃতি মান্দানা (৫৫*) শেফালি ভার্মার (২৬*) দুর্দান্ত ব্যাটিংয়ে ৫৪ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

এদিন ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নিগার সুলতানা জ্যোতির দল। প্রথম ওভারে ২৫ রান যোগ করতেই হারায় উইকেট। আগের দুই ম্যাচে ফিফটি হাঁকানো মুর্শিদা ফেরেন মাত্র রান করে।

তবে এক প্রান্ত আগলে রেখে বরাবরের মতো এদিনও দলের হাল ধরেন চার নম্বরে নামা অধিনায়ক জ্যোতি। স্বর্ণা আক্তারকে নিয়ে ৪৪ রানের মধ্যে উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলকে টেনে তোলার চেষ্টা চালান। সপ্তম উইকেটে এই দুই ব্যাটার মিলে যোগ করেন ৩৬ রান।

২০তম ওভারের প্রথম বলে ৩২ রান করা জ্যোতি সাজঘরে ফিরলে দলের খাতায় আর কোনো রান যোগ করতে পারেনি বাকি ব্যাটাররা। দলীয় সর্বোচ্চ এই রান করতে বাংলাদেশ অধিনায়ক খেলেন ৫১ বল, মারেন ২টি চার। স্বর্ণা অপরাজিত থাকেন ১৮ বলে ১৯ রানে।

মন্তব্য করুন: