২৮২ করেও ইংল্যান্ডকে চাপে রাখল ওয়েস্ট ইন্ডিজ

২৭ জুলাই ২০২৪

২৮২ করেও ইংল্যান্ডকে চাপে রাখল ওয়েস্ট ইন্ডিজ

ব্যাট হাতে ভালো শুরুই করেছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে ইংল্যান্ড পেসারদের তোপের সামনে দাঁড়াতেই পারেনি ক্যারিবিয়ান মিডল-অর্ডার। শেষ পর্যন্ত জেসন হোল্ডার জশুয়া ডা সিলভার প্রতিরোধের পর ২৮২ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায় তারা। আর দিনের শেষ ভাগে পেসারদের দাপটে ইংলিশদের চাপের মধ্যে রেখেছে সফরকারীরা।

শুক্রবার এজবাস্টনে সিরিজের তৃতীয় শেষ টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমে উইন্ডিজদের দারুণ শুরু এনে দেন ক্রেইগ ব্রাথওয়েইট মিকাইল লুইস। লুইসকে ফিরিয়ে ৭৬ রানের উদ্বোধনী জুটি ভাঙেন গাস অ্যাটকিনসন। এরপরই ক্যারিবিয়ানদের চেপে ধরেন বাকি পেসাররা।

পরের ৩৯ রানের মধ্যে অ্যাটকিনসন, মার্ক উড ক্রিস ওকসরা মিলে তুলে নেন আরও চার ব্যাটারকে। এরপরই ষষ্ঠ উইকেটে ডা সিলভাকে নিয়ে ইংলিশ আক্রমণের সামনে প্রতিরোধ গড়ে তোলেন হোল্ডার। যোগ করেন ১০৯ রান। দলীয় ২২৪ রানে ডা সিলভাকে ফিরিয়ে স্বাগতিকদের স্বস্তি দেন ওকস।

এক রানের জন্য ডা সিলভা ফিফটি বঞ্চিত হলেও নিজের অর্ধশত তুলে নিয়ে লড়াই চালিয়ে যেতে থাকেন হোল্ডার। ব্যক্তিগত ৫৯ রানে তার স্ট্যাম্প ভাঙেন অ্যাটকিনসন। শেষ পর্যন্ত লোয়ার-অর্ডারদের কিছুটা লড়াইয়ের পর ২৮২ রানে অল-আউট হয় ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক ব্রাথওয়েইট করেন সর্বোচ্চ ৬১ রান। অ্যাটকিনসন ৪টি ওকসের শিকার উইকেট।

জবাবে আক্রমণাত্মক ব্যাটিংয়ে দিনের শেষ অংশটুকু বেশ স্বাচ্ছন্দেই কাটানোর পথে ছিল ইংল্যান্ড। কিন্তু দুই পেসার আলজারি জোসেফ জেডান সিলস তা হতে দেননি। পরপর তিন ওভারে তুলে নেন জ্যাক ক্রলি (১৮), বেন ডাকেট () নাইটওয়াচম্যান উডের () উইকেট। স্বাগতিকরা দিন শেষ করে উইকেটে ৩৮ রানে। ২৪৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন আগের ম্যাচের দুই সেঞ্চুরিয়ান ওলি পোপ (*) জো রুট (*)

মন্তব্য করুন: