চাপ সামলে এজবাস্টন টেস্টে ইংল্যান্ডের লিড
২৮ জুলাই ২০২৪
ব্যাটারদের ওপর আগের দিনের চাপ দ্বিতীয় দিনেও বজায় রেখেছিল ওয়েস্ট ইন্ডিজের পেসাররা। তবে জো রুট ও বেন স্টোকসের দৃঢ়তায় সেই চাপ সামলে বড় সংগ্রহের ভিত পায় ইংল্যান্ড। এরপর লোয়ার-অর্ডারদের নৈপুণ্যে প্রথম ইনিংসে ৯৪ রানের লিড পায় স্বাগতিকরা। শেষ বেলায় ক্যারিবিয়ানদের দুই উইকেট তুলে নিয়ে ভালো সুবিধাজনক অবস্থানে থেকে দিনের ইতি টেনেছে ইংলিশরা।
শনিবার এজবাস্টন টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ওলি পোপ ও হ্যারি ব্রুকের উইকেট হারায় ইংল্যান্ড। বাজবল যুগ শুরু হওয়ার পর প্রথমবারের মতো ৫৪ রানের মধ্যে ৫ উইকেট হারায় তারা। এরপরই অধিনায়ক স্টোকসকে নিয়ে দলের হাল ধরেন রুট। গড়েন ১১৫ রানের জুটি। এর মাঝেই সপ্তম ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে ১২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন রুট।
৫৪ রান করে স্টোকস ফিরলে এই জুটি ভাঙলে জেইমি স্মিথকে নিয়ে লড়াই চালিয়ে যেতে থাকেন ডানহাতি এই ব্যাটার। এগুচ্ছিলেন ক্যারিয়ারের ৩৩তম শতকের দিকে। কিন্তু ৮৭ রানে তাকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন গুদাকেশ মোটি। এরপরই অষ্টম উইকেটে ক্রিস ওকসকে নিয়ে ক্যারিবিয়ানদের ওপর পাল্টা আক্রমণে ১০৬ রানের জুটি গড়েন স্মিথ।
দারুণ খেলতে থাকা এই উইকেটকিপার-ব্যাটারকে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি থেকে ৫ রান দূরে থাকতে সাজঘরে ফেরান শামার জোসেফ। ক্যারিয়ারের সপ্তম ফিফটিতে ওকস ৬২ রানে ফেরার পর ৩৭৬ রানের বেশি করতে পারেনি ইংল্যান্ড।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা ক্যারিবিয়ানদের ইনিংসের প্রথম ওভারেই আঘাত হানেন ওকস। ফেরান প্রথম ইনিংসে ফিফটি হাঁকানো অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েইটকে (০)। ষষ্ঠ ওভারে কার্ক ম্যাকেনজিকে (৮) ফেরান গাস অ্যাটকিনসন। ৩৩ রানে ২ উইকেট নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবেন মিকাইল লুইস (১৮*) ও আলিক অ্যাথানেজ (৫*)
মন্তব্য করুন: