রানে ফেরার আভাস দিলেন সাকিব

৩১ জুলাই ২০২৪

রানে ফেরার আভাস দিলেন সাকিব

আগের ম্যাচেই বল হাতে জ্বলে উঠেছিলেন। এবার ব্যাট হাতে আলো ছড়ালেন সাকিব আল হাসান। কানাডার গ্লোবাল টি-টুয়েন্টিতে দেশসেরা অল-রাউন্ডারের ব্যাট-বল হাতে আলো ছড়ানোর দিনে ২ রানের জয় পেয়েছে তার দল বাংলা টাইগার্স মিসিসাগা। উইকেট পেয়েছেন বাংলাদেশের আরেক পেসার শরিফুল ইসলামও।

মঙ্গলবার ব্র্যাম্পটনে আগে ব্যাট করে বাংলা টাইগার্স ৭ উইকেট হারিয়ে ১৬৮ রানের সংগ্রহ পায়। জবাবে ১৬৬ রানে থামে টরোন্টোর ইনিংস। তিন ম্যাচে টানা দ্বিতীয় জয়ে পয়েন্ট তালিকার তিন নম্বরে আছে সাকিবের দল।

এদিন পাঁচে ব্যাটিংয়ে নামা অধিনায়ক সাকিব ১৫ বলে ৩ ছক্কায় খেলেন ২৪ রানের ঝড়ো ইনিংস। বল হাতে ৪ ওভারে ৩০ রান খরচায় নেন এক উইকেট। ৩১ রান দিয়ে শরিফুলও নেন ১ উইকেট।

দশম ওভারে ক্রিজে এসে প্রথম বলেই পাকিস্তানের মোহাম্মদ নাওয়াজকে ছক্কা হাঁকান সাকিব। পরের ৮ বলে ৪ রান নিলে রানের গতি কিছুটা থেমে আসে। তবে ওয়েস্ট ইন্ডিজের রোস্টন চেজের ওভারে দুই ছক্কায় হাঁকিয়ে রানের গতি বাড়ান। কিন্তু ১৫তম ওভারে তার ইনিংসের ইতি টানেন আরব আমিরাতের পেসার মুহাম্মদ রোহিদ।

জবাবে বল হাতে এদিনও দলকে ভালো শুরু এনে দেন শরিফুল। টরোন্টো ইনিংসের চতুর্থ ওভারে তুলে নেন আন্দ্রিয়েস গাউসের উইকেট। বাঁহাতি এই পেসার এরপর আর কোনো উইকেট পাননি।

অন্যদিকে প্রথম দুই ওভারে বল হাতে ১৩ রান দেওয়া সাকিব আবারও বোলিংয়ে আসে ১৭তম ওভারে। সে সময় সমীকরণ ছিল ৪ ওভারে ৪৮ রান। ওভারে ৮ রান দেন তিনি। ১৯তম ওভারে মাত্র ৭ রান দিয়ে তুলে নেন ৭৪ রান করা নিকোলাস কার্টনের উইকেট। এতেই টরোন্টোর জয়ের আশা প্রায় শেষ হয়ে যায়। শেষ ওভারে ১৮ রানের প্রয়োজন হলে তারা নিতে পারে ১৫ রান।

মন্তব্য করুন: