হাথুরুসিংহের অধীনে শনিবার পাকিস্তান সফরের অনুশীলনে বাংলাদেশ

হাথুরুসিংহের অধীনে শনিবার পাকিস্তান সফরের অনুশীলনে বাংলাদেশ

টি-টুয়েন্টি বিশ্বকাপের পর পাকিস্তান সফর দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ। সেই সিরিজকে সামনে রেখে প্রথমবারের মতো হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের অধীনে অনুশীলনে নামবে টাইগাররা।

লম্বা ছুটি কাটিয়ে শুক্রবার দেশে ফেরেন বাংলাদেশ হেড কোচ। শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রস্তুতিতে নামবে জাতীয় দল। আগামী ২১ আগস্ট পাকিস্তানের বিপক্ষে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ।

এর আগে পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস ও ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্পের অধীনে গত বুধবার শেষ হয় চট্টগ্রাম পর্বের প্রস্তুতি ক্যাম্প। শুক্রবার রাতে দেশে ফেরার কথা স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের। শনিবার ফিরবেন সহকারী কোচ নিক পোথাস।

মিরপুরে অনুশীলন শুরুর আগে সকাল ৬টায় ক্রিকেটারদের ফিটনেস টেস্ট নেবেন ট্রেইনার ন্যাথান কিলি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের অ্যাথলেটিক ট্র্যাকে এই পরীক্ষা দেবে নাজমুল হোসেন শান্তর দল। গত এপ্রিলেও ট্রেইনারের অধীনে এই পরীক্ষা দেন তারা। এরপর সকাল ১০টায় মিরপুরে অনুশীলন শুরু হবে ক্রিকেটারদের।

চলতি মাসে পাকিস্তান সফরের দুটি ম্যাচসহ আগামী ডিসেম্বর পর্যন্ত মোট আটটি টেস্ট খেলার সূচি আছে টাইগারদের। দুই সপ্তাহের অনুশীলন শেষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত সিরিজটি খেলতে আগামী ১৭ আগস্ট পাকিস্তানে যাওয়ার কথা বাংলাদেশ দলের।

রাওয়ালপিন্ডিতে প্রথম ম্যাচের পর করাচিতে যাবে তারা। সেখানে ৩০ আগস্ট সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। এর আগে আগামী মঙ্গলবার পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ‘এ’ দল। টেস্ট সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে সেই সফরের প্রথম চার দিনের ম্যাচে অংশ নেবেন মুশফিকুর রহিম ও মুমিনুল হকের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা।

মন্তব্য করুন: