ইংল্যান্ডের কোচ হতে আগ্রহী সাঙ্গাকারা

ইংল্যান্ডের কোচ হতে আগ্রহী সাঙ্গাকারা

ইংল্যান্ডের সাদা বলের হেড কোচের পদ থেকে ম্যাথিউ মটের পদত্যাগে এখন নতুন কোচের সন্ধানে আছে দেশটির ক্রিকেট বোর্ড (ইসিবি)। সামনে আসছে বেশ কয়েকজন সাবেক তারকার ক্রিকেটারের নামও। এরই মাঝে ইংলিশদের ওয়ানডে ও টি-টুয়েন্টি দলের দায়িত্ব নেওয়ার আগ্রহ দেখিয়েছেন কুমার সাঙ্গাকারা।

গত মঙ্গলবার চুক্তির মাঝপথে ইংল্যান্ডের সীমিত ওভারের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ান মট। তবে আগে থেকেই গুঞ্জন ছিল, সাদা বলের ক্রিকেটে ইংলিশদের সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সের কারণে তাকে বাদ দেওয়া হতে পারে। তার অধীনে ওয়ানডে ও টি-টুয়েন্টি বিশ্বকাপ ধরে রাখতে ব্যর্থ হয় ইংল্যান্ড।

মটের অবর্তমানে আগামী সেপ্টেম্বরে ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে টিটুয়েন্টি সিরিজের জন্য অন্তরবর্তীকালীন কোচ হিসেবে মার্কাস ট্রেথকোথিককে দায়িত্ব দিয়েছে ইসিবি।

এরই মধ্যে মটের উত্তরসূরি হিসেবে সাঙ্গাকারা ছাড়াও অ্যান্ড্রু ফ্লিনটফ, জোনাথন ট্রট ও মাইকেল হাসির নাম শোনা গেছে। এমনি ২০১৯ ওয়ানডে বিশ্বকাপজয়ী অধিনায়ক ওয়েইন মরগ্যান এই পদে টেস্ট দলের কোচ ব্রেন্ডন ম্যাককালামকে নিয়োগ দেওয়ার কথাও বলেছেন।

ইংল্যান্ডের দায়িত্ব নিতে আগ্রহ দেখানো  সাঙ্গাকারা ব্রিটিশ বার্তা সংস্থা পিএ-কে বলেন, “জানি (নতুন কোচ হওয়ার তালিকায়) আমার নাম আছে। কিন্তু আমাকে তেমন প্রস্তাব দেওয়া হয়নি। আমার মনে হয়, যে কারোর জন্য ইংল্যান্ডের সাদা বলের কোচ হতে পারা রোমাঞ্চকর ব্যাপার হবে। কিন্তু এই পদের জন্য অনেক যোগ্য প্রার্থী আছেন। আমার মনে হয় ম্যাথিউ মট সত্যিই দারুণ কাজ করেছেন।

এসময় ইংল্যান্ড দলের ব্যবস্থাপনা পরিচালক রব কির আলাদা করে প্রশংসা করে ৪৬ বছর বয়সী এই কিংবদন্তি বলেন, আমি মনে করি ইংল্যান্ডের নেওয়া সিদ্ধান্তগুলো সম্পূর্ণ নির্ভুল। রব কির নেতৃত্ব আমি সত্যিই খুব পছন্দ করি। তিনি বেশ চটপটে দক্ষ মানুষ। ইংল্যান্ডের লক্ষ্য স্থির করার ক্ষেত্রে তিনি খুব সংবেদনশীল এবং ভবিষ্যতের কথা চিন্তা করেন।

মন্তব্য করুন: