মেসির বাড়িতে হামলায় আর্জেন্টিনার প্রেসিডেন্টের নিন্দা

মেসির বাড়িতে হামলায় আর্জেন্টিনার প্রেসিডেন্টের নিন্দা

ক্যারিয়ারের দীর্ঘ একটা সময় বার্সেলোনাতে কাটিয়েছিলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকার স্পেনে আছে বাড়িও। তবে সম্প্রতি দেশটিতে তার একটি বাড়িতে হামলা চালিয়েছে পরিবেশবাদী আন্দোলনকর্মীরা। এর প্রতিবাদ জানিয়ে মেসির পরিবারের পাশে দাঁড়িয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হ্যাভিয়ের মিলেই।

গত মঙ্গলবার স্পেনের ইবিজায় মেসির অবকাশযাপনের বাড়িতে হামলা চালায় দেশটির একদল পরিবেশবাদী আন্দোলনকর্মী। সময় তারা কোটি ১০ লাখ ইউরো মূল্যের বাড়ির দেয়ালে লাল কালো রং দিয়ে স্প্রে করে দেয়। হামলাকারীরা বাড়ির বাগানে একটি ব্যানারে, “পৃথিবীকে বাঁচাও। ধনীরা নিপাত যাক। পুলিশরা নিপাত যাক।বার্তা তুলে ধরে।

এই ঘটনার পেছনে স্পেনের কমিউনিস্টরা জড়িত বলে দাবি করেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট। একই সঙ্গে স্পেন সরকারের কাছে সে দেশে বসবাসরত আর্জেন্টাইন নাগরিকদের নিরাপত্তার নিশ্চয়তা চান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিবৃতি দিয়ে প্রেসিডেন্ট মিলেই লেখেন, “ স্পেনেজলবায়ু পরিবর্তন ঠেকাতে ধনীদের হত্যা করতে  এবং পুলিশকে বিলুপ্ত করতেচাওয়া কমিউনিস্টরা লিওনেল মেসি তার পরিবারের বাড়ি তছনছ করেছে।

এই কাপুরুষোচিত কাজের প্রতিবাদ জানিয়ে আমি মেসির পরিবারের প্রতি সংহতি জানাচ্ছি। আমি পেদ্রো সানচেসের সরকারের কাছে স্পেনে বসবাসরত আর্জেন্টাইন নাগরিকদের নিরাপত্তার নিশ্চয়তা চাচ্ছি।

বার্সেলোনা ছাড়ার পর ২০২২ ইবিজার এই বাড়িটি কেনে মেসি। হামলার সময় সেখানে ছিলেন না আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।

মন্তব্য করুন: