রশিদের ৫ বলে পোলার্ডের ৫ ছক্কা
১১ আগস্ট ২০২৪
সীমিত ওভারের ক্রিকেটে বর্তমানে সেরা বোলারদের একজন রশিদ খান। ঘূর্ণি যাদুতে বিশ্বের নামিদামি সব ব্যাটারকে কাঁবু করছেন নিয়মিতই। তবে এবার এই আফগান লেগ-স্পিনারকে পিটিয়ে তুলোধুনো করেছেন কাইরন পোলার্ড। রশিদের টানা পাঁচ বলে পাঁচটি ছক্কা হাঁকিয়ে এই ক্যারিবিয়ান তারকা জিতিয়েছেন তার দলকে।
শনিবার সাউদাম্পটনে দ্য হান্ড্রেডে রশিদ ওপর এই তাণ্ডব চালান পোলার্ড। অথচ তার ওপর ঝড় তোলার আগে রান তুলতে বেশ হিমশিম খাচ্ছিলেন এই ডানহাতি ব্যাটার। ১৪ বল খেলে রান করেন মাত্র ৬। সে সময় জয়ের জন্য তার দল সাউদার্ন ব্রেভের প্রয়োজন ছিল ২০ বলে ৪৯ রান।
এরপরই ট্রেন্ট রকেটসের রশিদের পাঁচ বলে টানা পাঁচটি ছক্কায় হাঁকিয়ে পোলার্ড জয়ের সমীকরণ নিয়ে আসেন ১৫ বলে ১৯ রানে। শেষ পর্যন্ত এক বল ও ২ উইকেট হাতে রেখে ১২৭ রানের লক্ষ্যে পৌঁছে যায় ব্রেভ। ৫ ছক্কা ও ২ চারের ইনিংসে পোলার্ড অপরাজিত থাকেন ২৩ বলে ৪৫ রানে।
হান্ড্রেডে নিজের সবচেয়ে খরুচে বোলিংয়ে ২০ বলে ৪০ রান দেন রশিদ।
এর আগে টি-টুয়েন্টিতে এক ওভারে ৬ ছক্কা মেরেছিলেন পোলার্ড। ২০২১ সালে ঘরের মাঠে শ্রীলঙ্কার আকিলা ধনাঞ্জয়ার বলে এই কীর্তি গড়েছিলেন তিনি।
মন্তব্য করুন: