আবারও চোটে স্টোকস, শ্রীলঙ্কা সিরিজে খেলা নিয়ে শঙ্কা

১২ আগস্ট ২০২৪

আবারও চোটে স্টোকস, শ্রীলঙ্কা সিরিজে খেলা নিয়ে শঙ্কা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে গত মাসেই মাঠে ফিরেছিলেন বেন স্টোকস। তবে এরই মাঝে আবারও চোটে পড়েছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক। ফলে শঙ্কা দেখা দিয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে এই অল-রাউন্ডার খেলা নিয়েও।

রোববার রাতে ওল্ড ট্র্যাফোর্ডে দ্য হান্ড্রেডে ম্যানচেস্টার অরিজিনালসের বিপক্ষে ম্যাচে নর্দার্ন সুপারচার্জার্সের হয়ে  ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন স্টোকস। এরপর আর খেলা চালিয়ে যেতে পারেননি তিনি। মাঠ ছাড়েন চিকিৎসকদের কাঁধে ভর দিয়ে।

চোটে পড়ায় আগামী ২১ আগস্ট ইংল্যান্ডের মাটিতে শুরু হতে যাওয়া সিরিজে লঙ্কানদের বিপক্ষে প্রথম ম্যাচে তার খেলা নিয়ে শঙ্কা আছে। এমনকি তিন ম্যাচের টেস্ট সিরিজের পুরোটাই স্টোকসকে মাঠের বাইরে কাটাতে হতে পারে।

ম্যাচ শেষ স্টোকসের চোট নিয়ে সুপারচার্জার্স অধিনায়ক ও জাতীয় দলের সতীর্থ হ্যারি ব্রুক তেমন আশার কথা শোনাতে পারেননি।

দুর্ভাগ্যজনকভাবে এটা সুবিধার মনে হচ্ছে না। আমার মনে হয় সে কাল (সোমবার) স্ক্যান করাবে। এরপর আমরা দেখব তার কী অবস্থা।”

সুপারচার্জার্সের হয়ে ওপেনিংয়ে নেমেছিলেন স্টোকস। দ্রুত সিঙ্গেল নেওয়ার সময় পেশিতে টান খেয়ে মাটিতে পড়ে যান তিনি। এরপর গ্লাভস খুলে ছুঁড়ে ফেলেন। ম্যাচ শেষে ক্রাচে ভর দিয়ে প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাতে দেখা যায় তাকে ।

এ বিষয়ে সুপারচার্জার্সের একজন মুখপাত্র বলেন, “বেন স্টোকসের হ্যামস্ট্রিং পর্যবেক্ষণ করা হচ্ছে। আগামীকাল (সোমবার) আরও বিস্তারিত জানানো যাবে।’

গত বছরের অ্যাশেজ সিরিজ থেকেই হাঁটুর চোটে ভুগছিলেন স্টোকস। সেই সমস্যা নিয়েই খেলেন ওয়ানডে বিশ্বকাপেও। আসর শেষে করান অস্ত্রোপচার। নিজের বোলিংয়ের ছন্দ ফিরে পেতে সবশেষ টি-টুয়েন্টি বিশ্বকাপেও খেলেননি এই অল-রাউন্ডার।

মন্তব্য করুন: