বাংলাদেশ সিরিজের আগে ভারতের বোলিং কোচ মরকেল

১৪ আগস্ট ২০২৪

বাংলাদেশ সিরিজের আগে ভারতের বোলিং কোচ মরকেল

নতুন বোলিং কোচ হিসেবে মরনে মরকেলকে নিয়োগ দিয়েছে ভারত। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে যশপ্রীত বুমরাহ-মোহাম্মদ সিরাজদের দায়িত্ব নেবেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই পেসার।

গত কয়েক সপ্তাহ ধরেই গুঞ্জন ছিল পাকিস্তানের সাবেক বোলিং কোচ মরকেলকে নিজেদের কোচ হিসেবে নিয়োগ দিতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বুধবার মরকেলের সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেন সংস্থাটির সচিব জয় শাহ।

গত বছর ওয়ানডে বিশ্বকাপের পর পাকিস্তানের বোলিং কোচের পদ থেকে পদত্যাগ করেন মরকেল। আগামী ১ সেপ্টেম্বর নতুন দায়িত্ব গ্রহণ করবেন তিনি। বাংলাদেশের বিপক্ষে ১৯ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া টেস্ট সিরিজে তার অধীনে প্রথমবারের মতো মাঠে নামবে ভারতের বোলাররা।

ভারতের প্রধান কোচ হিসেবে গৌতম গম্ভীর দায়িত্ব নেওয়ার পর থেকেই বোলিং কোচ হিসেবে মরকেলের নাম শোনা যাচ্ছিল। এর আগে আইপিএলে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসে গম্ভীর মেন্টর হিসেবে থাকার সময় তার সঙ্গে কাজ করেছিলেন সাবেক এই প্রোটিয়া পেসার।

দক্ষিণ আফ্রিকার হয়ে ৮৬ টেস্ট, ১১৭ ওয়ানডে ও ৪৪ টি-টুয়েন্টিতে মাঠে নামেন মরকেল। ১২ বছরের ক্যারিয়ারে শিকার করেন মোট ৫৪৪ উইকেট।

মন্তব্য করুন: