মুশফিক-মুমিনুলদের বিপক্ষে বড় লিড পাকিস্তান ‘এ’ দলের

১৪ আগস্ট ২০২৪

মুশফিক-মুমিনুলদের বিপক্ষে বড় লিড পাকিস্তান ‘এ’ দলের

প্রথম দিনের বোলিং সহায়ক পিচ দ্বিতীয় দিন যেন ব্যাটারদের স্বর্গরাজ্য। বাংলাদেশ ‘এ’ দলের বোলারদের হতাশায় ডুবিয়ে ৪ উইকেটে ৩৬৭ রান নিয়ে দিনের খেলা শেষ করেছে পাকিস্তান ‘এ’ দল। স্বাগতিকরা এগিয়ে আছে ২৪৫ রানে।

বুধবার ইসলামাবাদে সিরিজের প্রথম চারদিনের ম্যাচের দ্বিতীয় দিনের শুরুতে সাঈম আইয়ুবকে ফিরিয়ে বাংলাদেশকে সাফল্য এনে দেন তানজিম হাসান সাকিব। ২ রান নিয়ে দিনের খেলা শুরু করা পাকিস্তানের উদ্বোধনী জুটি ভাঙেন ২১ রানে। বাকিটা সময় কোনো পাত্তাই পায়নি বোলাররা।

দ্বিতীয় উইকেটে ৯৬ রানের জুটি গড়ার পর তৃতীয় উইকেটে আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন উমর আমিন। অধিনায়ক সৌদ শাকিলকে নিয়ে গড়েন ১৯৫ রানের জুটি। বোলারদের হতাশায় ডুবিয়ে আমিন তুলে নেন প্রথম শ্রেণি ক্যারিয়ারের ৩২তম সেঞ্চুরি।

৩১১ বলে ১৭৭ রান করা আমিনকে ফিরিয়ে টাইগারদের কিছুটা স্বস্তি দেন হাসান মুরাদ। ৭৬ রান করা শাকিলকেও ফেরান বাঁহাতি এই স্পিনার। দুটি উইকেটই আসে স্ট্যাম্পিং থেকে।

১০ রানের ব্যবধানে এই দুই ব্যাটারকে হারিয়ে পাকিস্তান কিছুটা চাপে থাকলেও কোনো বিপদ ছাড়াই দিনের খেলা শেষ করেন কামরান ঘুলাম (২০*) ও সাদ খান (৩১*)।

মন্তব্য করুন: