পাকিস্তানের বিপক্ষে চার পেসার নিয়ে খেলার পরিকল্পনা বাংলাদেশের
১৬ আগস্ট ২০২৪
সাদা বলের ক্রিকেটে বাংলাদেশের শক্তিশালী পেস আক্রমণ থাকলেও লাল বলের ক্রিকেটে ঠিক তার বিপরীত। স্পিন নির্ভর দলে বেশিরভাগ সময় পেসারদের নিয়ে খুব একটা মাতামাতি দেখা যায় না। তবে পাকিস্তানের বিপক্ষে সিরিজে এই চিত্র বদলাতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। কন্ডিশন বিবেচনায় চার পেসার নিয়েও মাঠে নামতে পারে নাজমুল হোসেন শান্তর দল।
২১ বছর আগে সবশেষ এক টেস্টে চার পেসার নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। ২০০৩ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত সেই সিরিজের দুই ম্যাচেই চারজন পেসারকে খেলিয়েছিল খালেদ মাহমুদ সুজনের দল।
আগামী বুধবার রাওয়ালপিন্ডিতে শুরু হওয়া সিরিজের প্রথম ম্যাচে আবারও সেই দৃশ্য দেখা যেতে পারে বলে জানান মুশতাক। বৃহস্পতিবার লাহোরে দলের অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে স্পিন কোচ বলেন, “এখানে কন্ডিশনের ওপর নির্ভর করছে সবকিছু। কন্ডিশন যেমন হবে, সেভাবে প্রস্তুত হয়েই আমরা মাঠে নামব। যদি উইকেটে ঘাস থাকে, আমরা চার পেসার নামিয়ে দেব, আমাদের বেশ ভালো (কয়েকজন) পেসার রয়েছে।”
পাকিস্তান সফরে বাংলাদেশ দলে পেসার হিসেবে আছেন নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও খালেদ আহমেদ। এদের মধ্যে তাসকিনকে রাখা হয়েছে দ্বিতীয় টেস্টের দলে। ডানহাতি এই পেসার সবশেষ টেস্ট খেলেছেন এক বছরের বেশি সময় আগে। এরপরেও এই তরুণ পেস আক্রমণ নিয়ে আশাবাদী মুশতাক।
“আমার মতে, বাংলাদেশের একটি ভালো ব্যাপার হচ্ছে, তাদের দলে এখন বেশ ভালো কয়েকজন পেসার রয়েছে। অনুশীলনেই আপনারা ওদের দেখবেন। আমি মনে করি, তারা ঠিক দিকেই এগোচ্ছে। হয়তো কিছুটা সময় লাগবে। তারা যদি শিখতে থাকে এবং নিজেদের ওপর বিশ্বাস রাখে, তাহলে আশা করছি, তারা পার্থক্য গড়ে দিতে পারবে এবং বিদেশের মাটিতেও ম্যাচ জিততে পারবে।”
দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রস্তাবে নির্ধারিত সূচির ৫ দিন আগেই গত সোমবার পাকিস্তানে যায় বাংলাদেশ। এ কারণে পিসিবিকে আলাদা করে ধন্যবাদ জানান মুশতাক। বর্তমানে লাহোরে অনুশীলনে করছে সাকিব-শান্তরা।
মন্তব্য করুন: