বাংলাদেশ সিরিজে খেলার আশা নেই সরফরাজের
১৬ আগস্ট ২০২৪
ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ সময় ধরে টানা দুর্দান্ত পারফর্ম করে আসছিলেন সরফরাজ খান। তবে এরপরও ভারতের জাতীয় দলে জায়গা পাচ্ছিলেন না তিনি। সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে দলে জায়গা পেয়েছিলেন ডানহাতি এই ব্যাটার। শুরুটাও করেছিলেন দারুণ। কিন্তু এরপরেও বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে খেলার আশা দেখছেন না তিনি।
চলতি বছরের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় সরফরাজের। নিজের অভিষেক ম্যাচে আগ্রাসী ব্যাটিংয়ে হাঁকান জোড়া ফিফটি। রবীন্দ্র জাদেজার সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট না হলে প্রথম ইনিংসেই দেখা পেতে পারতেন সেঞ্চুরির। এরপর সিরিজে আরও একটি ফিফটি হাঁকান ২৬ বছর বয়সী এই ব্যাটার।
তবে অভিষেক সিরিজে দারুণ পারফর্মের পরেও ভারতের টেস্ট দলে এখনও সরফরাজের জায়গা নিশ্চিত নয়। ইংলিশদের বিপক্ষে সিরিজে খেলেননি বিরাট কোহলি, লোকেশ রাহুল ও শ্রেয়াস আইয়ারের মতো ব্যাটাররা। ফলে বাংলাদেশের বিপক্ষে সিরিজে এই ক্রিকেটাররা দলে ফিরলে জায়গা হারাতে পারেন সরফরাজ। সেই বাস্তবতা মেনে নিয়েছেন তিনিও।
সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মিডল-অর্ডার ব্যাটার জানান, বাকিরা যখন আইপিএলে ব্যস্ত ছিলেন, সে সময় নিজ গ্রামে গিয়ে বাবার সঙ্গে ফিটনেস ও ব্যাটিং করেছেন।
“আমার জন্য অফ-সিজন বলে কিছু নেই। এই সময়েও আমি ভোর সোয়া চারটায় ঘুম থেকে উঠেছি। সাড়ে চারটার মধ্যে অনেকখানি দৌড়ে দিন শুরু করেছি। আমার ফিটনেসের উন্নতির জন্য এটা দারুণ সহায়ক ছিল।... এটিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আমরা (বাবার সঙ্গে) পরিকল্পনা সাজিয়েছি। দিনের প্রথম ভাগ ছিল ফিটনেস ট্রেনিং ও ফিল্ডিং ড্রিল দিয়ে। বিকেলে করতাম ব্যাটিং অনুশীলন।”
এই সময় ঘরোয়া ক্রিকেটেও নিয়মিত খেলে গেছেন সরফরাজ। বাংলাদেশের বিপক্ষে সিরিজে প্রসঙ্গে তিনি বলেন, “আমি বাংলাদেশ সিরিজের কথা ভাবছি না। তবে আমাকে প্রক্রিয়া অনুসরণ করতে হবে এবং প্রস্তুত থাকতে হবে। ম্যাচ খেলা আমার জন্য গুরুত্বপূর্ণ। মুম্বাইয়ে বৃষ্টির কারণে এমন অনুশীলনের সুযোগ পাইনি।”
“আমার কোনো প্রত্যাশা নেই। কিন্তু সুযোগ এলে আমি প্রস্তুত থাকবে। আমি সব সময় এটিই করে আসছি। সেটা বদলানোর কোনো কারণও দেখছি না।”
সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। দলে জায়গা নিশ্চিত করতে আপাতত আগামী মাসের শুরুতে হতে যাওয়া দুলীপ ট্রফিতে ভালো কিছু করে দেখাতে চান সরফরাজ।
মন্তব্য করুন: