পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন জয়

১৭ আগস্ট ২০২৪

পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন জয়

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই চোটের হানা দিয়েছে বাংলাদেশ দলে। ‘এ’ দলের হয়ে ম্যাচ খেলার সময় কুঁচকিতে চোট পেয়ে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন ওপেনার মাহমুদুল হাসান জয়।

শনিবার জয়ের চোটের বিষয়টি নিশ্চিত করেন বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরি। সুস্থ হতে ডানহাতি এই ব্যাটারের কমপক্ষে তিন সপ্তাহের মতো সময় লাগবে বলে জানান তিনি। তবে জয়ের বদলে দলের সঙ্গে কে যোগ দেবেন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের প্রথম চার দিনের ম্যাচ খেলার সময় চোটে পড়া জয় দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামতে পারেননি। প্রথম ইনিংসে দলের হয়ে কেবল তারই ব্যাট হেসেছিল। দল অলআউট হয় ১২২ রানে, যেখানে জয় একই করেন ৬৫ রান।

এর আগে অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাই পারফরম্যান্স দলের হয়ে পাকিস্তান শাহিনসের বিপক্ষেও ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন জয়। দ্বিতীয় চার দিনের ম্যাচের দুই ইনিংসে খেলেন ৬৯ ও ৬৫ রানের ইনিংস। বল হাতে দ্বিতীয় ইনিংসে ২১ রানে ৫ উইকেট নিয়ে দলকে ম্যাচও জেতান।

জয় ছাড়াও পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে ম্যাচে অনুশীলনের সময় আঙুলে আঘাত পান মুশফিকুর রহিম। শনিবার বিসিবির প্রকাশিত এক ভিডিও বার্তায় দ্বিতীয় ইনিংসের আগে ব্যাটিং অনুশীলনে আঘাত পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন এই অভিজ্ঞ ব্যাটার নিজেই। তবে আগামী বুধবার রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট শুরুর আগেই সেরে উঠবেন বলে আশা করছেন তিনি।

মন্তব্য করুন: