চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে সিরিজ শেষ জামালের

১৯ আগস্ট ২০২৪

চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে সিরিজ শেষ জামালের

আগে থেকেই পিঠের চোটে ভুগছিলেন আমের জামাল। ফিট হয়ে ওঠার কথা বিবেচনায় ডানহাতি এই পেসারকে দলেও রেখেছিল পাকিস্তান। তবে চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে বাদ পড়েছেন তিনি।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জামালকে সরিয়ে দেওয়ার কথা জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে ২৮ বছর বয়সী এই পেসারের বদলি হিসেবে এখনও কারোর নাম ঘোষণা করা হয়নি। তাকে লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে ফিটনেস নিয়ে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে।

গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে পাকিস্তান দলে অভিষেক হয় জামালের। তিন ম্যাচের সিরিজে ১৮ উইকেট নিয়ে হন দলের সর্বোচ্চ উইকেট শিকারি। ভূমিকা রাখেন ব্যাট হাতেও।

গত মে মাসে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে ওয়ারউইকশায়ারের হয়ে খেলার সময় পিঠের চোটে পড়েন তিনি।

এর আগে টেস্ট সিরিজের দল থেকে লেগ স্পিনার আবরার আহমেদ ও টপ অর্ডার ব্যাটসম্যান কামরান গুলামকে ছেড়ে দেয় পাকিস্তান। দুজনেরই বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় চারদিনের ম্যাচে পাকিস্তান ‘এ’ দলের হয়ে খেলার কথা রয়েছে।

আগামী বুধবার রাওয়ালপিন্ডিতে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। আগামী ৩০ আগস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টও এখানে হবে।

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের পরিবর্তিত দল:

শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), আবদুল্লাহ শফিক, বাবর আজম, খুররম শেহজাদ, মীর হামজা, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, সাইম আইয়ুব, আগা সালমান, সরফরাজ আহমেদ ও শাহিন শাহ আফ্রিদি।

মন্তব্য করুন: