বাংলাদেশে মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ আয়োজনের বিপক্ষে হিলি
১৯ আগস্ট ২০২৪
দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এমন অবস্থায় বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন ভুল সিদ্ধান্ত হবে জানিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি।
আগামী অক্টোবরে বাংলাদেশে এবারের মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা আছে। তবে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই তা নিয়ে তৈরি হয় নানা শঙ্কা। এরই মধ্যে বিকল্প ভেন্যুর খোঁজও শুরু করে দিয়েছে আইসিসি। ভারতকে প্রস্তাব দেওয়া হলেও তাতে তারা রাজি হয়নি।
তবে আসরকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থার সমাধানের জন্য বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার কাছে সময় চেয়ে নিয়েছে নতুন অন্তর্বর্তীকালীন সরকার।
চলতি সপ্তাহে এই টুর্নামেন্ট নিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাবে আইসিসি। বাংলাদেশে অনুষ্ঠিত না হলে সেক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতে হতে পারে এবারের মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ। সেটি না হলে শ্রীলঙ্কাতেও হতে পারে টুর্নামেন্টটি। অন্যদিকে টুর্নামেন্ট আয়োজন নিয়ে আগ্রহ দেখিয়েছে জিম্বাবুয়েও।
ক্রিকেট অস্ট্রেলিয়ার এক সাক্ষাৎকারে হিলি জানান, বাংলাদেশে এত মানুষের হতাহতের ঘটনার পর মানবিক দিক বিবেচনায় এখানে ক্রিকেটের কোনো আসর হওয়া উচিত নয়।
“এই মুহুর্তে সেখানে (বাংলাদেশে) ক্রিকেটের আসর হতে দেখাটা এবং সংগ্রাম করতে হচ্ছে এমন একটি দেশ থেকে অর্থ (আসর আয়োজনের জন্য) নেওয়াটা আমার কাছে দৃষ্টিকটূ মনে হচ্ছে। দুর্দশায় থাকা মানুষদের সহায়তা করতে পারে এমন সবাইকে তাদের প্রয়োজন।”
এই পরিস্থিতিতে ভারত ও যুক্তরাষ্ট্রের নাগরিকদের পাশাপাশি অস্ট্রেলিয়ার নাগরিকদেরও বাংলাদেশ ভ্রমণ না করতে পরামর্শ দেওয়া হয়েছে। হিলি বলেন, “এ মুহূর্তে মানুষ হিসেবে সেখানে খেলার ব্যাপারটি আমার জন্য ঠিক বোধগম্য হচ্ছে না। মনে হচ্ছে এটি হয়তো ভুল একটা কাজ হবে। তবে আমি এটি আইসিসির ওপর ছেড়ে দেব।”
টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে গত মার্চ–এপ্রিলে বাংলাদেশে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলতে এসেছিল অস্ট্রেলিয়া।
মন্তব্য করুন: