এক ওভারে ৩৯ রান নিয়ে সামোয়ার ক্রিকেটারের ইতিহাস

২০ আগস্ট ২০২৪

এক ওভারে ৩৯ রান নিয়ে সামোয়ার ক্রিকেটারের ইতিহাস

এতদিন আন্তর্জাতিক ক্রিকেটে এক ওভারে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল ৩৬। সেই রেকর্ডটি ভেঙে দিয়ে ইতিহাসের পাতায় নাম তুলেছেন সামোয়ার ডারিস ভিসের। টি-টুয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফায়ারে ভানুয়াতুর বিপক্ষে এক ওভারে ৩৯ রান তুলেছেন এই ব্যাটার। হাঁকিয়েছেন দেশের হয়ে প্রথম সেঞ্চুরিও।

মঙ্গলবার সামোয়ার রাজধানী আপিয়ায় ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপের ইস্ট-এশিয়া প্যাসিফিক অঞ্চলের কোয়ালিফায়ারের ‘এ’ গ্রুপের ম্যাচে এই কীর্তি গড়েন ভিসের। তিন ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে এক ওভারে সর্বোচ্চ রানের রেকর্ড এটি।

নিজের তৃতীয় টি-টুয়েন্টি খেলতে নামা ভিসের ভানুয়াতুর নালিন নিপিকোর করা ১৫তম ওভারে ৬টি ছক্কা হাঁকান। ওভারে তিন নো বলসহ আসে মোট ৩৯ রান, যার মধ্যে ছিল একটি ডটও।

আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে এক ওভারে ৬টি ছক্কা মারা চতুর্থ ক্রিকেটার এখন ২৮ বছর বয়সী এই ব্যাটার। শেষ পর্যন্ত ৫ চার ও ১৪ ছক্কায় ৬২ বলে ১৩২ রান করে আউট হন ভিসের। আর সামোয়া অলআউট হয় ১৭৪ রানে। অর্থাৎ দলের হয়ে ৭৫ দশমিক ৮৬ শতাংশ একাই করেন এই ডানহাতি ব্যাটার। দলের মোট রানে কোনো ব্যাটারের অবদানেরও রেকর্ড এটি।

এতদিন আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে এই রেকর্ড ছিল অ্যারন ফিঞ্চের। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৭২ রান করার পথে দলের ৭৫ শতাংশ ১ শতাংশ রান একাই করেছিলেন অস্ট্রেলিয়ার এই ওপেনার।

এরপর বল হাতেও এক উইকেট নেন ভিসের। ভানুয়াতুকে ১৬৪ রানে থামিয়ে ১০ রানের জয় পায় সামোয়া।

মন্তব্য করুন: