বৃষ্টির বাগড়ায় বাংলাদেশ-পাকিস্তান টেস্ট শুরুতে দেরি
২১ আগস্ট ২০২৪
বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় ভেস্তা গেছে বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্টের প্রথম সেশনের খেলা।
বুধবার রাওয়ালপিন্ডিতে টসের আগেই বৃষ্টি হয়েছিল। মাঠ ভেজা থাকায় সকাল সাড়ে ১০টায় টস হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে নেওয়া হয়।
দুপুরে মাঠ পরিদর্শন শেষে টসের সিদ্ধান্ত জানাবেন আম্পায়াররা। এর আগে কয়েক দফা মাঠ পরিদর্শন করেও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি তারা।
পাকিস্তানের আবহওয়া অধিদপ্তর আগেই জানিয়েছিল রাওয়ালপিন্ডি টেস্টে বৃষ্টি বাগড়া দিতে পারে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ম্যাচের পাঁচ দিনই অর্থাৎ ২১ থেকে ২৫ আগস্ট রাওয়ালপিন্ডিতে বৃষ্টি হতে পারে।
এই সিরিজের আগে এখন পর্যন্ত টেস্টে ১৩ বার মুখোমুখি হয়েছে দু’দল, যার ১২টিই জিতেছে পাকিস্তান। ২০১৫ সালে খুলনায় একটি টেস্ট ড্র করে বাংলাদেশ। তবে এই সিরিজে অতীত পরিসংখ্যান নিয়ে কিছু ভাবতে চান না নাজমুল হোসেন শান্ত। সিরিজে এই রেকর্ড বদলানোর লক্ষ্য তার দল মাঠে নামবে বলে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।
মন্তব্য করুন: