শরিফুল-হাসানের তোপের পর পাকিস্তানের প্রতিরোধ

২১ আগস্ট ২০২৪

শরিফুল-হাসানের তোপের পর পাকিস্তানের প্রতিরোধ

বল হাতে বাংলাদেশকে দুর্দান্ত শুরু এনে দিয়েছিলেন হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম। এরপর পাকিস্তানের হয়ে প্রতিরোধ গড়লেন সাইম আইয়ুব ও সৌদ সাকিল। এই জুটির কল্যাণে চাপ সামলে ঘুরে দাঁড়িয়ে রাওয়ালপিন্ডি টেস্টে ৪ উইকেটে ১৫৮ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে স্বাগতিকরা।

বুধবার বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে নির্ধারিত সময়ের সাড়ে চার ঘণ্টা পর মাঠে গড়ায় সিরিজের প্রথম টেস্ট। টস জিতে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর বোলিং নেওয়ার সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে খুব একটা সময় নেননি টাইগার পেসাররা।

চতুর্থ ওভারেই স্বাগতিক শিবিরে আঘাত হানেন হাসান। স্লিপে জাকির হাসানের দুর্দান্ত এক ক্যাচে সাজঘরে ফেরান ২ রান করা আবদুল্লাহ শফিককে।

এরপরই পরপর দুই ওভারে উইকেট তুলে নেন শরিফুল ইসলাম। সপ্তম ওভারে সাজঘরে ফেরান পাকিস্তান অধিনায়ক শান মাসুদকে (৬)। নিজের পরের ওভারে বাঁহাতি এই পেসারের শিকার হন বাবর আজম। উইকেটের পেছনে লিটন দাসের দারুণ এক ক্যাচে রানের খাতা খোলার আগেই ফেরেন এই তারকা ব্যাটার।

শাকিলকে নিয়ে ১৬ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে থাকা দলের হাল ধরেন সাইম। ১৪তম ওভারে মেহেদী হাসান মিরাজ বোলিংয়ে আসার পর থেকে সফরকারীদের ওপর পাল্টা আক্রমণ শুরু করেন এই দুই ব্যাটার। সেই ওভারে একটি করে চার ও ছক্কায় তারা নেন ১১ রান।

চা বিরতির পরও বাংলাদেশ বোলারদের পরীক্ষা নিয়ে ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন সাইম। তবে এরপরই বাঁহাতি এই ব্যাটারকে ফিরিয়ে টাইগারদের স্বস্তি দেন হাসান। ভাঙেন চতুর্থ উইকেটের ৯৮ রানের জুটিটি।

দিনের বাকিটা সময় দেখেশুনে খেলে পার করে দেন শাকিল ও মোহাম্মদ রিজওয়ান। দিনের শেষ বেলায় হাত ঘুরিয়ে কেবল ২ ওভার বল করেন সাকিব আল হাসান। ৫৭ রান শাকিল ও ২৪ রানে রিজওয়ান দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন শরিফুল ও হাসান।

মন্তব্য করুন: