পাকিস্তানে সাইফ-জাকেরের জোড়া শতক
২২ আগস্ট ২০২৪
প্রথম ম্যাচের মতো দ্বিতীয় চার দিনের ম্যাচেও ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ ‘এ’ দল। তবে সাইফ হাসান ও জাকের আলীর জোড়া শতকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা। বৃষ্টির কারণে প্রথম দুই দিন ভেস্তে যাওয়ার পর পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে ৬ উইকেটে ৩৪৬ রানের সংগ্রহ গড়েছে এনামুল হক বিজয়ের দল।
বৃষ্টির বাধা পেরিয়ে বৃহস্পতিবার ইসলামাবাদে তৃতীয় দিন মাঠে গড়ায় সিরিজের শেষ ম্যাচ। আগের ম্যাচের মতো এদিনও শুরু থেকেই হতাশাজনক পারফরম্যান্সের ধারা অব্যাহত রাখেন বাংলাদেশ ব্যাটাররা। অধিনায়ক বিজয় আবারও ব্যর্থ হয়ে ফেরেন ৭ রান করে। তাওহীদ হৃদয় সাজঘরের পথ দেখেন রানের খাতা খোলার আগেই।
জাকেরকে নিয়ে ৭৭ রানের ভেতর ৪ উইকেট হারানো দলের হাল ধরেন সাইফ। পাকিস্তান বোলারদের সামাল দিয়ে দলকে টেনে তোলে বড় সংগ্রহের ভিত দাঁড় করান তারা। পঞ্চম উইকেটে যোগ করেন ১৩১ রান। প্রথম শ্রেণি ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি হাঁকানো সাইফ ১১১ রানে ফিরলে ভাঙে এই জুটি।
এরপর মাহিদুল ইসলাম অঙ্কনকে নিয়ে রানের চাকা সচল রাখেন জাকের। ষষ্ঠ উইকেটে এই দুই ব্যাটার গড়েন আরেকটি শতরানের জুটি। প্রথম শ্রেণির ক্রিকেটের চতুর্থ শতক তুলে নেন জাকের। তবে দারুণ খেলতে থাকা অঙ্কন রানআউটে কাটা পড়লে ভাঙে ১৩১ রানের জুটিটি। ডানহাতি এই ব্যাটার ফেরেন ১০২ বলে ৩৯ রানে। জাকের অপরাজিত আছেন ১৩৬ রানে।
মন্তব্য করুন: