ক্রিকেটকে বিদায় জানালেন শিখর ধাওয়ান
২৪ আগস্ট ২০২৪
দুই দশকের দীর্ঘ ক্যারিয়ারের ইতি টেনে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন শিখর ধাওয়ান। ভারতের হয়ে একটা সময় ওপেনিং মাতানো বাঁহাতি এই ব্যাটার সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন ২০২২ সালে। আর প্রতিযোগিতামূলক ক্রিকেটে সবশেষ ম্যাচ ছিল চলতি মৌসুমের আইপিএলে।
শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার কথা জানান ধাওয়ান। এ সময় ভক্ত-সমর্থকদের অগণিত ভালোবাসার প্রতি কৃতজ্ঞতার কথা জানান ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার।
“জীবনে সামনের দিকে আগাতে হলে এক অধ্যায় থেকে আরেক অধ্যায়ে যাওয়া গুরুত্বপূর্ণ। এ জন্য আমি আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। ভারতের হয়ে এতদিন খেলেছি, এই আত্মতৃপ্তি নিয়ে বিদায় বলতে পারছি। নিজেকে বলতে চাই, তুমি আর ভারতের হয়ে খেলতে পারবে না বলে দুঃখ করো না। বরং এটা ভেবে আনন্দ পাওয়া উচিত যে, তুমি দেশের হয়ে খেলতে পেরেছ।”
২০১০ সালে বিশাখাপট্টনমে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয় ধাওয়ানের। এই ফরম্যাটেরই সবচেয়ে বেশি সফল ছিলেন তিনি। ১৬৭ ম্যাচে ৪৪.১১ গড় ও ৯১.৩৫ স্ট্রাইক-রেটে রান করেছেন ৬ হাজার ৭৯৩। সেঞ্চুরি হাঁকিয়েছেন ১৭টি। জিতেছেন ২০১৩ চ্যাম্পিয়নস ট্রফিও। টুর্নামেন্টের সর্বোচ্চ রান-সংগ্রাহক হওয়ার পাশাপাশি সেরা খেলোয়াড়ের পুরস্কারও জেতেন তিনি।
এছাড়াও ৩৪ টেস্টে ৭ শতকে তার রান ২ হাজার ৩১৫। ৬৮ টি-টুয়েন্টিতে ১২৬.৩৬ স্ট্রাইক-রেটে ধাওয়ানের রান ১ হাজার ৭৫৯।
২০২২ সালের ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানেডে ভারতের হয়ে সবশেষ ম্যাচ খেলেন ধাওয়ান। আর চলতি বছর এপ্রিলে আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচটি হয়ে রইল তার ক্যারিয়ারের শেষ ম্যাচ।
মন্তব্য করুন: