দক্ষিণ আফ্রিকাকে গুঁড়িয়ে সিরিজ উইন্ডিজের
২৬ আগস্ট ২০২৪
জয় প্রায় নাগালের মধ্যেই ছিল দক্ষিণ আফ্রিকার। শেষ সাত ওভারে তাদের প্রয়োজন ছিল ৫৫ রান। ক্রিজে ছিলেন দুই মারমুখী ব্যাটার ট্রিস্ট্যান স্টাবস ও রাসসি ফন ডার ডুসেন। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ বোলারদের সামনে মুখ থুবড়ে পড়ল প্রোটিয়ারা। ২০ রানের মধ্যে শেষ ৭ উইকেট হারিয়ে ম্যাচের সঙ্গে সিরিজও খুঁইয়েছে তারা।
রোববার ত্রিনিদাদে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ক্যারিবিয়ানদের দেওয়া ১৮০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২ বল আগেই ১৪৯ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। অথচ বিস্ফোরক শুরুতে পাওয়ারপ্লে থেকেই তাদের আসে ৭১ রান।
দুই ওপেনার রায়ান রিকেলটন ও রিজা হেন্ড্রিকসের তাণ্ডবে ৪ ওভার ৪ বলের উদ্বোধনী জুটিতে যোগ হয় ৬৩ রান। রিকেলটন ১৩ বলে ২০ রানে ফিরলে ভাঙে এই জুটি। অপর প্রান্তে হেন্ড্রিকস ফেরেন ১৮ বলে ৪৪ রান করে। এরপর অধিনায়ক এইডেস মারক্রাম ৯ বলে ১৯ রান করে সাজঘরের পথ দেখলেও ম্যাচের নিয়ন্ত্রণ ছিল প্রোটিয়াদের হাতেই।
দলীয় ১২৯ রানে স্টাবস ২৮ রান করে ফিরলে তাসের ঘরের মতো ভেঙে পড়ে পুরো ব্যাটিং-অর্ডার। পরের ব্যাটারদের মধ্যে ডুসেন (১৭) ছাড়া আর কেউই এক অঙ্কের ঘর পেরুতে পারেননি। বল হাতে প্রোটিয়াদের গুঁড়িয়ে দিতে সহায়তা করেন আকিল হোসেন, শামার জোসেফ ও রোমারিও শেফার্ড।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায় ওয়েস্ট ইন্ডিজও। তবে কেউই ইনিংস তেমন বড় করতে পারেনি। ওপেনার সাই হোপের ২২ বলে ৪১ এবং শেষ দিকে অধিনায়ক রোভম্যান পাওয়েলের ২২ বলে ৩৫ রানে ও শারফেইন রাদারফোর্ডের ১৮ বলে ২৯ রানে বড় সংগ্রহ পায় স্বাগতিকরা।
প্রোটিয়াদের হোয়াইটওয়াশ করার লক্ষ্যে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১টায় শেষ ম্যাচে মাঠে নামবে ক্যারিবিয়ানরা।
মন্তব্য করুন: