রশিদকে ছাড়াই নিউ জিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আফগানিস্তান

২৭ আগস্ট ২০২৪

রশিদকে ছাড়াই নিউ জিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আফগানিস্তান

সেপ্টেম্বরে প্রথমবারের মতো টেস্টে নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে আফগানিস্তান। তবে দলের সবচেয়ে বড় তারকা রশিদ খানকে ছাড়াই মাঠে নামতে হবে তাদের। চোট থেকে এখনও পুরোপুরি সেরে না ওঠায় এই লেগ স্পিনারকে ছাড়াই প্রাথমিক দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

আগামী ৯ সেপ্টেম্বর ভারতের গ্রেটার নয়ডায় সিরিজের একমাত্র টেস্টে মুখোমুখি হবে আফগানিস্তান ও নিউ জিল্যান্ড। এবারই প্রথম কিউইদের বিপক্ষে আইসিসির আসর বাদে প্রথমবারের মতো কোনো দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হচ্ছে আফগানরা।

সোমবার সেই ম্যাচের জন্য রশিদকে ছাড়াই ২০ সদস্যের প্রাথমিক দল দিয়েছে আফগানিস্তান।

গত ১২ আগস্ট হ্যামস্ট্রিং চোটের কারণে ইংল্যান্ডের একশ বলের ক্রিকেট টুর্নামেন্ট দ্য হান্ড্রেড থেকে ছিটকে যান রাশিদ। এরপরে অবশ্য আফগানিস্তানের ঘরোয়া টি-টুয়েন্টি টুর্নামেন্টে কয়েকটি ম্যাচ খেললেও তাকে এখনই টেস্ট ম্যাচের জন্য পুরোপুরি ফিট মনে করছে না এসিবি।

ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে আফগান বোর্ডের এক মুখপাত্র জানান, চোট থেকে সেরে উঠতে রশিদকে তিন থেকে চার সপ্তাহের বিশ্রাম দেওয়া হয়েছে। শারজায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে এই লেগ স্পিনারকে দলের সঙ্গে পাওয়ার আশা করছে তারা।

আগামী ১৮ সেপ্টেম্বর প্রথম ওয়ানডে দিয়ে প্রোটিয়াদের বিপক্ষেও প্রথমবারের মতো কোনো দ্বিপাক্ষিক সিরিজে মাঠে নামবে আফগানিস্তান। সিরিজের বাকি দুই ম্যাচ ২০ ও ২২ সেপ্টেম্বর।

মন্তব্য করুন: