বৃষ্টিতে ভেস্তে গেল পাকিস্তানে সৌম্য-হৃদয়দের দ্বিতীয় ম্যাচ

২৮ আগস্ট ২০২৪

বৃষ্টিতে ভেস্তে গেল পাকিস্তানে সৌম্য-হৃদয়দের দ্বিতীয় ম্যাচ

পাকিস্তানে বাংলাদেশ ‘এ’ দলের সফরে বৃষ্টি যেন পিছুই ছাড়ছে না। দুটি চারদিনের ম্যাচের পর এবার একদিনের ম্যাচেও হানা দিয়েছে বৃষ্টি। টানা বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে পরিত্যক্ত হয়েছে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে তাওহীদ হৃদয়ের দলের দ্বিতীয় ম্যাচটি।

বুধবার ইসলামাবাদ ক্লাব গ্রাউন্ডে বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় টসে দেরি হয়। তবে এরপর আবার বৃষ্টি নামায় স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় ম্যাচ পরিচালকরা জানায়, মাঠে ফ্লাডলাইটের সুবিধা থাকায় বাংলাদেশ সময় রাত ১০টা পর্যন্ত তারা অপেক্ষা করবেন। কিন্তু থেমে থেমে বৃষ্টি নামার কারণে ৬ ঘণ্টা আগেই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।

গত সোমবার সিরিজের প্রথম একদিনের ম্যাচে সৌম্য সরকার, তাওহীদ হৃদয়সহ একঝাঁক আন্তর্জাতিক ক্রিকেটারদের নিয়ে গড়া বাংলাদেশ দল শুরু থেকেই পড়ে ব্যাটিং বিপর্যয়ে। শেষ পর্যন্ত সাইফ হাসান ও রিশাদ হোসেনের সহায়তায় তুলতে পারে কেবল ১৮৩ রান। দল অলআউট হয় ৩৬ ওভার। পাকিস্তান ম্যাচ জেতে ৮ উইকেটে।

সিরিজের শেষ ম্যাচে আগামী শুক্রবার একই মাঠে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে এই ম্যাচ জিততেই হবে সফরকারীদের।

মন্তব্য করুন: