আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে ওয়েস্ট ইন্ডিজের গ্যাব্রিয়েল

২৯ আগস্ট ২০২৪

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে ওয়েস্ট ইন্ডিজের গ্যাব্রিয়েল

ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার শ্যানন গ্যাব্রিয়েল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘোষণা দেন।

২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের হয়ে অভিষেকের পর ডানহাতি পেসার গ্যাব্রিয়েল ৫৯টি টেস্ট, ২৫টি ওয়ানডে এবং দুটি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন। তিন ফরম্যাট মিলিয়ে তার মোট উইকেট সংখ্যা ২০২।

গ্যাব্রিয়েল গত বুধবার ইনস্টাগ্রামে লেখেন, “গত ১২ বছর ধরে আমি নিজেকে ওয়েস্ট ইন্ডিজের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য উজাড় করে দিয়েছি।”

“এই জনপ্রিয় খেলা সর্বোচ্চ পর্যায়ে খেলে আমি অনেক আনন্দ পেয়েছি। কিন্তু যেমনটি বলা হয়ে থাকে, সব ভালো কিছুরই শেষ আছে। আজ আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি।”

ত্রিনিদাদ এন্ড টোবাগোর এই দীর্ঘদেহী পেসার ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে একটি টেস্ট ম্যাচে ১৩ উইকেট নিয়েছিলেন, যা কোনো ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে চতুর্থ সেরা।

গত বছর পোর্ট অব স্পেনে ভারতের বিপক্ষে টেস্টে গ্যাব্রিয়েলের শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলেছিলেন।

মন্তব্য করুন: