বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশের দ্বিতীয় টেস্টের প্রথম দিন
৩০ আগস্ট ২০২৪
টানা বৃষ্টির কারণে টস ছাড়াই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা। স্থানীয় সময় দুপুর ১২টার পর আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানায় ম্যাচ পরিচালকরা।
শুক্রবার রাওয়ালপিন্ডিতে ম্যাচের প্রথম দিনে আগে থেকেই বৃষ্টির পূর্ভাবাস দিয়ে রেখেছিল দেশটির আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টি ও মাঠ ভেজা থাকার কারণে শুরুতে টসের সময়ও পিছিয়ে আনা হয়। মাঝে আম্পায়ারদের মাঠ পরিদর্শনের কথা থাকলেও বৃষ্টির বাধায় তা আর করতে পারেনি।
শুক্রবার হওয়ায় নামাজের কারণে প্রথম সেশন বর্ধিত হওয়ার কথা ছিল। তবে একটি বলও যে মাঠে গড়ানো সম্ভব নয় তা বেশ আগেই বোঝা যায়। দিনের খেলা যখন পরিত্যক্ত ঘোষণা করা হয় তখনও দুই সেশনের বেশি সময়রে খেলা বাকি ছিল। তবে বৃষ্টির তোপের কারণে আগেভাগেই তা পরিত্যক্ত ঘোষণা করা হয়।
প্রথম দিনের ক্ষতি পুষিয়ে নিতে ম্যাচের বাকি দিনগুলোতে ত্রিশ মিনিট করে অতিরিক্ত খেলা হওয়ার সম্ভাবনা রয়েছ।
এর আগে প্রথম টেস্টের প্রথম দিনেও বৃষ্টি বাগড়া দিয়েছিল। কিন্তু পরে ৪১ ওভারের খেলা হয়। সেই ম্যাচটি ১০ উইকেটে জিতে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। এই ম্যাচটি ড্র হলে ঐতিহাসিক এক টেস্ট সিরিজ জয়ের স্বাদ পাবে নাজমুল হোসেন শান্তর দল।
মন্তব্য করুন: