চোটে ১০ দিনের জন্য মাঠের বাইরে শরিফুল
৩১ আগস্ট ২০২৪
পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের ম্যাচে বল হাতে দারুণ ভূমিকা রেখেছিলেন শরিফুল ইসলাম। তবে বাঁহাতি এই পেসার চোটে পড়ায় তাকে ছাড়াই সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, কমপক্ষে ১০ দিনের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন শরিফুল।
রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিন বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ার পর শনিবার দ্বিতীয় দিন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শরিফুলের বদলে ১৪ মাস পর একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ। বাঁহাতি এই পেসারের বাদ পড়া নিয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, “দুর্ভাগ্যজনকভাবে সে কুঁচকিতে হালকা চোট পেয়েছে। তার জায়গায় তাসকিনকে নেওয়া হয়েছে।”
এরপর বিসিবির আনুষ্ঠানিক বিবৃতিতে শরিফুলের চোটের ব্যাপারে বিস্তারিত জানানো হয়। ১০ উইকেটে প্রথম টেস্টে জয়ের পরই কুঁচকিতে অস্বস্তির কথা টিম ম্যানেজমেন্টকে জানান তিনি। এরপর এমআরআই করানো হলে বাঁহাতি এই পেসারের চোট ধরা পড়ে।
শরিফুলের চোটের সবশেষ অবস্থা জানিয়ে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম বলেন, “প্রথম টেস্টের পর শরীফুলের এমআরআই করানো হয়। তার অ্যাডাক্টরে (পেশি) গ্রেড–১ পর্যায়ের টান লেগেছে। এসব চোটে সেরে উঠতে সাধারণত ১০ দিন লাগে, সে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছে।”
প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্টে হারানোর ম্যাচে দুই ইনিংসেই নতুন বল হাতে দলকে ভালো শুরু এনে দেন শরিফুল। প্রথম ইনিংসের সপ্তম ওভারে তুলে নেন অধিনায়ক শান মাসুদকে। এরপর নবম ওভারে শিকার করেন বাবর আজমের উইকেট। দ্বিতীয় ইনিংসের শুরুতেই ফেরান ওপেনার সাইম আইয়ুবকে।
মন্তব্য করুন: