কাঁধে আঘাত নিয়ে মাঠের বাইরে মুশফিক

৩১ আগস্ট ২০২৪

কাঁধে আঘাত নিয়ে মাঠের বাইরে মুশফিক

রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে দ্রুত তিন উইকেট হারিয়ে তখন ভালোই চাপে ছিল পাকিস্তান। ১৫১ রানের মধ্যে ৪ উইকেট হারানো দলকে টেনে তোলার কাজে ব্যস্ত ছিলেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। এমন সময় কাঁধে আঘাত পেয়ে মাঠ ছাড়েন মুশফিকুর রহিম। দলের অভিজ্ঞ এই ব্যাটারের এভাবে মাঠ ছাড়ায় উদ্বিগ্ন হয়ে ওঠেন বাংলাদেশ কোচ চান্ডিকা হাথুরুসিংহে।

সোমবার ম্যাচের দ্বিতীয় দিনের ৫৩তম ওভারের কাঁধে আঘাত পান মুশফিক। হাসান মাহমুদের করা ওভারের দ্বিতীয় বলে স্ট্রেইট-ড্রাইভ করেন রিজওয়ান। মিড-অফে থাকা মুশফিক তার ডান দিকে ডাইভ দিয়ে বল আটকানোর চেষ্টা করেন। কিন্তু সেটি বাউন্ডারিতে চলে যায়।

সে সময় ডান কাঁধ ধরে বেশ অস্বস্তিতে দেখা যায় মুশফিককে। ফিজিও এসে প্রাথমিক চিকিৎসা দিলেও আর ফিল্ডিং করতে পারেননি তিনি। আঘাত পাওয়া হাত ধরে মাঠ ছাড়েন প্রথম ম্যাচে ১৯১ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলের জয়ে অবদান রাখা এই ব্যাটার। এ সময় ড্রেসিংরুমে বেশ দুশ্চিন্তায় দেখা যায় হাথুরুসিংহেকে। তবে বাকিটা সময় মুশফিক ড্রেসিংরুমেই থাকেন।

মুশফিকের এই আঘাত নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে টিম ম্যানেজমেন্টের তরফ থেকে কিছুই জানানো হয়নি।

মন্তব্য করুন: