পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেট নিয়ে হাসানের রেকর্ড
২ সেপ্টেম্বর ২০২৪
ক্যারিয়ারের তৃতীয় টেস্ট খেলতে নেমেই দারুণ এক রেকর্ড গড়েছেন হাসান মাহমুদ। প্রথম বাংলাদেশি পেসার হিসেবে পাকিস্তানের বিপক্ষে এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন তরুণ এই বোলার।
সোমবার রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিন এই কীর্তি গড়েন হাসান। এর আগে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের চারজন স্পিনার এক ইনিংসে ৫ উইকেট নিলেও কোনো পেসার তা করতে পারেননি।
পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে উইকেট শিকারের শুরুটা করেন হাসান। তৃতীয় দিনের শেষ ভাগে বল হাতে তুলে নেন দুই উইকেট। নিজের প্রথম ওভারেই ফেরান আবদুল্লাহ শফিককে। পরের ওভারে দারুণ এক ইনসুইং ডেলিভারিতে বোল্ড করেন নাইটওয়াচম্যান শেহজাদকে।
চতুর্থ দিনের শুরুতে কোনো উইকেট না পেলেও মধ্যাহ্ন ভোজের বিরতির পর আবারও উইকেট শিকারে যোগ দেন ২৪ বছর বয়সী এই পেসার। বিপজ্জনক হয়ে ওঠা মোহাম্মদ রিজওয়ানকে ফিরিয়ে ভাঙেন সপ্তম উইকেটে ৫৫ রানের জুটি। পরের বলেই তুলে নেন মোহাম্মদ আলীকেও। তবে পরে আর হ্যাটট্রিক করতে পারেননি। এরপর পাকিস্তানের শেষ ব্যাটার হিসেবে মীর হামজাকে ফিরিয়ে ক্যারিয়ারের প্রথমবারের মতো এক ইনিংসে ৫ উইকেটের স্বাদ পান হাসান।
হাসান ও নাহিদ রানার পেস তোপে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস থামে ১৭২ রানে।
এর আগে বাংলাদেশিদের মধ্যে পাকিস্তানের বিপক্ষে টেস্টে এক ইনিংসে ৫ উইকেট নেন মোহাম্মদ রফিক, সাকিব আল হাসান, তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।
মন্তব্য করুন: