বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে যেভাবে শীর্ষ চারে বাংলাদেশ
৩ সেপ্টেম্বর ২০২৪
পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার চার নম্বরে উঠে এসেছে বাংলাদেশ।
মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জেতে টাইগাররা।
২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের পয়েন্ট তালিকায় বাংলাদেশের উপরে আছে ভারত, অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ড। নয় দলের এই টুর্নামেন্টে আট নম্বরে আছে পাকিস্তান।
সব দলের টেস্ট খেলার সংখ্যা সমান না। ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দলগুলো অন্যদের চেয়ে বেশি টেস্ট খেলে। তাই টেস্ট দলগুলোর স্থান তাদের পাওয়া পয়েন্টের ভিত্তিতে নয়, সেটি নির্ধারণ করা হয় তাদের মোট পয়েন্টের শতাংশের হিসেবে।
তালিকার শীর্ষ দুই দল আগামী বছর ১১ জুন লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে।
এখন পর্যন্ত চলতি চক্রে ৬টি ম্যাচ খেলেছে শান্তর দল, যার মধ্যে জয় ৩টিতে। এ থেকে পাওয়ার কথা ৩৬ পয়েন্ট। তবে প্রথম টেস্টে স্লো ওভার রেটের কারণে বাংলাদেশের ৩ পয়েন্ট কাটা যায়। নাজমুল হোসেন শান্তর দলের বর্তমান পয়েন্ট তাই ৩৩। শতাংশের হিসেবে তা ৪৫ দশমিক ৮৩ শতাংশ। পয়েন্ট কাটা না গেলে তা হতো ৫০ শতাংশ।
অন্যদিকে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে দুটিতে জয়ের মুখ দেখেছে পাকিস্তান। স্লো ওভার রেটের কারণে তাদের মোট পয়েন্ট কাটা গেছে ৮। তাদের পয়েন্টের শতাংশ ১৮ দশমিক ৫২।
তালিকার শীর্ষে থাকা গত দুই আসরের ফাইনালিস্ট ভারত তাদের ৯ ম্যাচের ৬টিতে জিতেছে। ৭৪ পয়েন্ট পাওয়া রোহিত শর্মার দলের পয়েন্টের শতাংশ ৬৮ দশমিক ৫২।
দুইয়ে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ৯০। ১২ ম্যাচে ৮টি জয় পাওয়া বর্তমান চ্যাম্পিয়নদের পয়েন্টের শতাংশ ৬২ দশমিক ৫০।
তালিকার তিনে থাকা নিউ জিল্যান্ডের পয়েন্টের শতাংশ ৫০। প্রথম আসরের চ্যাম্পিয়নরা ৬ ম্যাচে জিতেছে ৩টি ম্যাচ।
বাংলাদেশের পরের অবস্থানে থাকা ১৫ ম্যাচে ৮ ম্যাচ জেতা ইংল্যান্ডের পয়েন্ট ৮১। পয়েন্টের শতাংশ ৪৫। স্লো ওভার রেটের কারণে এক অ্যাশেজ সিরিজেই তাদের কাটা গিয়েছিল ১৯ পয়েন্ট।
মন্তব্য করুন: