ইংল্যান্ডের তিন ফরম্যাটেরই দায়িত্বে ম্যাককালাম
৪ সেপ্টেম্বর ২০২৪
টেস্ট দলের কোচের দায়িত্বে নিয়ে ইংল্যান্ডের খেলার ধরন আমূলে বদলে দিয়েছিলেন ব্রেন্ডন ম্যাককালাম। এবার ইংলিশদের সাদা বলের দুই ফরম্যাটেও প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছের নিউ জিল্যান্ডের সাবেক ব্যাটার।
মঙ্গলবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, নতুন চুক্তি অনুযায়ী ২০২৭ সাল পর্যন্ত দায়িত্বে থাকবেন ৪২ বছর বয়সী ম্যাককালাম।
তবে এখনই ওয়ানডে ও টি-টুয়েন্টি দলের দায়িত্ব নেবেন না ম্যাককালাম। আগামী বছর জানুয়ারিতে ভারত সফরে আনুষ্ঠানিকভাবে এই দুই ফরম্যাটের দায়িত্ব নেবেন তিনি।
এর আগ পর্যন্ত ইংলিশদের সীমিত ওভারের দলের কোচ হিসেবে থাকবেন মার্কাস ট্রেসকোথিক। গত জুলাইয়ে ইংল্যান্ডের তখনকার সাদা বলের হেড কোচ ম্যাথিউ মট পদত্যাগ করলে দেশটির সাবেক এই ওপেনারকে অন্তর্বর্তীকালীন কোচ করা হয়।
ট্রেসকোথিকের কোচিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি মাসে শুরু হতে যাওয়া টি-টুয়েন্টি ও ওয়ানডে সিরিজে মাঠে নামবে ইংলিশরা। আগামী নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরেও এই দায়িত্বে পালন করবেন তিনি।
২০২২ সালের মে মাসে ইংল্যান্ডের টেস্ট দলের হেড কোচের দায়িত্ব পান ম্যাককালাম। সে সময় তাকে তিন ফরম্যাটের জন্য প্রস্তাব দেওয়া হলেও সে বিষয়ে খুব একটা আগ্রহ দেখাননি। তার হাত ধরেই টেস্টে আগ্রাসী মনোভাবের ক্রিকেট খেলতে শুরু করে ইংলিশরা। নতুন ঘরানার কৌশলে দর্শকদের বিনোদন দেওয়ার পাশাপাশি দারুণ সব সাফল্যও পায় তারা।
ম্যাককালামের ডাক নাম ‘বাজ’ অবলম্বনে ইংল্যান্ডের এই কৌশল পরিচিত হয় ‘বাজবল’ নামে। টেস্টের এই ধারা এবার সীমিত ওভারের ক্রিকেটেও আনতে চান ম্যাককালাম।
নতুন দায়িত্ব নেওয়ার পর সাবেক এই বিধ্বংসী ব্যাটার বলেন, “টেস্ট দলের সঙ্গে আমার সময়টা আমি পুরোপুরি উপভোগ করেছি এবং সাদা বলের দলে আমার ভূমিকা বাড়াতে পেরে আমি রোমাঞ্চিত। এই নতুন চ্যালেঞ্জ নিতে আমি প্রস্তুত। শক্তিশালী ভিত্তি গড়ে তুলতে জস (অধিনায়ক বাটলার) ও দলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আমি মুখিয়ে আছি।”
মন্তব্য করুন: