বাংলাদেশের কাছে হেরে র‌্যাঙ্কিংয়ে পাকিস্তানের বড় পতন

৪ সেপ্টেম্বর ২০২৪

বাংলাদেশের কাছে হেরে র‌্যাঙ্কিংয়ে পাকিস্তানের বড় পতন

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষ চারে উঠে এসেছিল বাংলাদেশ। এবার আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে ১৩ রেটিং পয়েন্ট বেড়েছে টাইগারদের। অন্যদিকে বড় ধাক্কা খেয়ে দুই ধাপ নিচে নেমে গেছে পাকিস্তান।

বুধবার প্রকাশিত আইসিসির দলগত র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়ে হয়েছে ৬৬। সিরিজ শুরুর আগে এটি ছিল ৫৩। তবে এখনও র‌্যাঙ্কিংয়ের ৯ নম্বরেই আছে শান্তর দল।

অন্যদিকে ঘরের মাঠে বাংলাদেশের কাছে ২-০ তে সিরিজ হেরে ১৩ রেটিং পয়েন্ট হারিয়ে র‌্যাঙ্কিংয়ের ষষ্ঠ অবস্থান থেকে ৮ নম্বরে নেমে গেছে পাকিস্তান। তাদের পয়েন্ট এখন ৭৬।

সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, ১৯৬৫ সালের পর থেকে এটিই পাকিস্তানের সর্বনিম্ন রেটিং পয়েন্ট।

ঘরের মাঠে টেস্ট ক্রিকেটে পাকিস্তানের দুর্দাশার শুরু সেই ২০২১ সাল থেকে। এখন পর্যন্ত ঘরের মাটিতে খেলা ১০ ম্যাচের একটিতেও জিততে পারেনি তারা। বাংলাদেশের আগে ইংল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে হেরে হোয়াইটওয়াশড হয়েছে দেশটি।

মন্তব্য করুন: