ব্যাটারদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা লিটন
৪ সেপ্টেম্বর ২০২৪
পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে দলকে খাদের কিনারা থেকে টেনে তুলতে ১৩৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন লিটন দাস। ব্যাট হাতে দারুণ পারফরম্যান্সের পর আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়েও বড় লাফ দিয়েছেন এই ডানহাতি ব্যাটার।
বুধবার আইসিসি প্রকাশিত র্যাঙ্কিংয়ের হালনাগাদের তালিকায় ১২ ধাপ এগিয়ে ব্যাটারদের তালিকার ১৫ নম্বরে অবস্থান করছেন লিটন। বাংলাদেশের এই উইকেটকিপার-ব্যাটারের রেটিং পয়েন্ট ৬৮৮। ১৭ নম্বরে আছেন মুশফিকুর রহিম।
টানা দুই টেস্টেই ব্যর্থ বাবর আজম এবার নেমে গেছেন সেরা দশের বাইরে। প্রথম ম্যাচের বাজে পারফরম্যান্সের কারণে গত সপ্তাহের র্যাঙ্কিংয়ে ৬ ধাপ নেমেছিলেন পাকিস্তানের এই তারকা ব্যাটার। দ্বিতীয় টেস্টেও ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে না পারায় আরও ৩ ধাপ নিচে নামা বাবরের অবস্থান এখন ১২ নম্বরে।
এছাড়া টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষ তিনটি অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। ৯২২ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছেন লর্ডস টেস্টে জোড়া শতক হাঁকানো ইংল্যান্ডের জো রুট। দ্বিতীয় স্থানে থাকা নিউ জিল্যান্ডের কেইন উইলিয়ামসনের রেটিং পয়েন্ট ৮৫৯। ৭৬৮ রেটিং পয়েন্ট নিয়ে তার সতীর্থ ড্যারিল মিচেল আছেন তিন নম্বরে।
অন্যদিকে অলরাউন্ড পারফরম্যান্সে পাকিস্তানের বিপক্ষে সিরিজ সেরা মেহেদী হাসান মিরাজেরও র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২৬ রানে বাংলাদেশর ৬ উইকেট পতনের পর ক্রিজে আসে মিরাজ। এরপর লিটনের সঙ্গে সপ্তম উইকেটে গড়েন রেকর্ড ১৬৫ রানের জুটি। খেলেন ৭৮ রানের দারুণ এক ইনিংস। এর আগে প্রথম ইনিংসে বল হাতে নেন ৫ উইকেট।
ফলে অলরাউন্ডারদের তালিকায় ৩ ধাপ এগিয়ে ৭ নম্বরে অবস্থান করছেন মিরাজ। ব্যাটারদের তালিকায় ১০ ধাপ এগিয়ে আছেন ৭৫ নম্বরে। আর বোলারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ উপরে উঠে আছেন ২২ নম্বরে।
এছাড়াও দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের ৫ উইকেট নেওয়া হাসান মাহমুদ বোলারদের তালিকায় ১৬ ধাপ এগিয়ে অবস্থান করছেন ৫৭ নম্বরে। ১৪ মাস পর টেস্ট দলে ফিরে ৪ উইকেট নিয়ে তাসকিন আছেন ৮৫ নম্বরে। আর দ্বিতীয় ইনিংসে আগুন ঝরানো বোলিংয়ে ২৩ ধাপ এগিয়ে প্রথমবারের শীর্ষ একশ’র মধ্যে ঢুকেছেন নাহিদ রানা।
মন্তব্য করুন: