শ্রীলঙ্কায় বৃষ্টিতে ভেস্তে গেল জ্যোতিদের ম্যাচ
৮ সেপ্টেম্বর ২০২৪
দেশের বাইরের সফর মানেই যেন বৃষ্টির বাধায় পড়ছে বাংলাদেশের ক্রিকেট। ছেলেদের জাতীয় দল ও ‘এ’ দলের পাকিস্তান সফরের পর এবার বৃষ্টির বাগড়ায় পড়েছে মেয়েদের ‘এ’ দলের শ্রীলঙ্কা সফরও। বৃষ্টির কারণে রাবেয়া খান-নিগার সুলতানা জ্যোতিদের ম্যাচ পরিত্যক্ত হয়েছে।
রোববার কলম্বোর পানাগোডার আর্মি গ্রাউন্ডসে বাংলাদেশ ও শ্রীলঙ্কা মেয়েদের ‘এ’ দলের সিরিজের প্রথম পঞ্চাশ ওভারের ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। টানা বৃষ্টির পর মাঠ ভেজা থাকার কারণে টস করাই সম্ভব হয়নি।
সফরে দুটি পঞ্চাশ ওভারের ম্যাচ ও পাঁচটি বিশ ওভারের ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা।
রাবেয়া খানের নেতৃত্বে ‘এ’ দলের আদলে জাতীয় দলের ক্রিকেটাররাই গেছেন শ্রীলঙ্কা সফরে। আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে এই সফরটিকেই ধরা হচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতির সুযোগ হিসেবে।
আগামী মঙ্গলবার মাঠে গড়াবে দ্বিতীয় পঞ্চাশ ওভারের ম্যাচটি। ১২ সেপ্টেম্বর শুরুবে বিশ ওভারের সিরিজটি।
মন্তব্য করুন: