এত জোরে বল করার কথা মাথায় রাখেন না নাহিদ
১০ সেপ্টেম্বর ২০২৪
দ্রুতগতির বোলিংয়ের বার্তা নিয়ে গত মার্চে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন নাহিদ রানা। গতি দিয়ে শ্রীলঙ্কার ব্যাটারদের মনে ভয় ধরালেও তার পারফরম্যান্স খুব একটা আহামরি ছিল না। কিন্তু পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে ১৫০ কিমি গতিতে বল করে ব্যাটারদের ভুগিয়েছেন। তবে ডানহাতি এই ফাস্ট বোলারের জানালেন, জোরে বল করা তার লক্ষ্য থাকে না।
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করা সিরিজে দুই দলের মধ্যে সবচেয়ে গতিময় বোলার ছিলেন নাহিদ। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ছুঁড়েছিলেন ১৫২ কিলোমিটার গতির বল। এছাড়াও লাইন-লেন্থ ঠিক রেখে নিয়মিত বল করে গেছেন ১৪০ কিলোমিটার গতিতে। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগতে পারে, নাহিদ ব্রেট লি কিংবা শোয়েব আখতারের মতো গতি তারকাদের আদর্শ হিসেবে ধরেন কি না? তবে ২১ বছর বয়সী এই পেসারের কথায় মিলল ভিন্ন তথ্য।
মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিসিবির পোস্ট করা এক ভিডিওতে নাহিদ বলেন, “আমি কারও মতো নই। আমি নাহিদ রানা, নাহিদ রানাই হতে চাই। সত্যি কথা, ওভাবে কাউকে ফলো করি না। তবে আমার বাংলাদেশের সব পেসারদের ভালো লাগে। কারণ, তাদের খেলা টিভিতে দেখে বড় হয়েছি।”
“১৫২ বা এর চেয়ে বেশি জোরে করতে হবে, এমনটা কখনও মনে করিনি। একটা জিনিসই মাথায় নিয়ে বোলিং করেছি, দল আমাকে যে পরিকল্পনা দিয়েছে, সেই পরিকল্পনায় বোলিং করেছি। আমার নিজের যে পরিকল্পনা ছিল, তা অনুযায়ী বোলিং করেছি।”
পাকিস্তানে সিরিজে দুই টেস্টে ৬ উইকেট শিকার করেন নাহিদ। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। নিজের প্রথম তিন ওভারেই তুলে নেন শান মাসুদ, বাবর আজম ও সৌদ শাকিলের উইকেট।
পুরো সিরিজে নিজের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট এই পেসার বলেন, “আমি যেটা আশা করেছিলাম, দল যেটা আমার কাছে আশা করেছিল, তা করতে পেরেছি। দেশ ছাড়ার আগে বলেছিলাম দেশের জন্য কিছু করতে চাই, তা করতে পেরেছি, আলহামদুলিল্লাহ।”
আগামী ১৯ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজেও নিজের সেরাটা দিতে চাওয়া নাহিদ বলেন, “প্রস্তুতি নিচ্ছি। যত ভালো প্রস্তুতি নেওয়া যায়, ম্যাচে তত ভালো হবে। ভারত ভালো দল। তবে ক্রিকেটে যারা ভালো খেলবে, তারাই জিতবে। ম্যাচে দেখা যাবে। দলকে সেরাটাও দেওয়া এখনও বাকি।”
মন্তব্য করুন: