ভারতে বেহাল মাঠে দ্বিতীয় দিনেও শুরু হয়নি আফগানিস্তান-নিউ জিল্যান্ড টেস্ট
১০ সেপ্টেম্বর ২০২৪
নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট খেলার সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত ছিল আফগানিস্তান। কিন্তু ভারতে মাঠ খেলার উপযোগী না থাকায় দ্বিতীয় দিনের খেলাও পরিত্যক্ত হয়েছে।
সোমবার উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় মাঠে গড়ানোর কথা ছিল আফগানিস্তান ও নিউ জিল্যান্ডের একমাত্র টেস্টটি। মঙ্গলবারও টস করা সম্ভব হয়নি।
দুই দিন ধরেই ঝলমলে রোদের দেখা মিললেও এখনও মাঠকে খেলার উপযোগী করে তোলা যায়নি।
গত রোববার রাতে বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় প্রথম দিনের খেলা ভেস্তে যায়। ড্রেনেজ ব্যবস্থা ভালো না হওয়ায় রৌদ্রোজ্জ্বল দিনেও তাই সময়মতো মাঠ প্রস্তুত করা যায়নি।
দ্বিতীয় দিনেও দেখা দেয় একই সমস্যা। সোমবার রাতের ভারী বর্ষণে পানি জমে থাকে মাঠে। সকাল থেকে মাঠ শুকানোর কাজ চালিয়ে যান সংশ্লিষ্টরা। বৈদ্যুতিক ফ্যান ব্যবহার করার পাশাপাশি মাঠের কিছু অংশের ঘাসও প্রতিস্থাপন করা হয়। কিন্তু তা কাজে না দেওয়ায় শেষ পর্যন্ত স্থানীয় সময় ২টা ৫৫ মিনিটে খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।
বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় (বাংলাদেশ সময় ১০টা) তৃতীয় দিনের খেলা শুরু হওয়ার কথা রয়েছে।
মন্তব্য করুন: