পাকিস্তানে টেস্ট সিরিজের দলে ফিরলেন স্টোকস

১১ সেপ্টেম্বর ২০২৪

পাকিস্তানে টেস্ট সিরিজের দলে ফিরলেন স্টোকস

হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে মাঠের বাইরে ছিলেন বেন স্টোকস। পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকা এই অলরাউন্ডারকে নিয়েই পাকিস্তান সফরে টেস্ট সিরিজের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।

মঙ্গলবার ঘোষণা করা দলে অধিনায়ক স্টোকস ছাড়াও চোট কাটিয়ে ফিরেছেন ওপেনার জ্যাক ক্রলি। গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে আঙুলের চোটে পড়েছিলেন ডানহাতি এই ব্যাটার।

গত মাসে ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন স্টোকস। পুনর্বাসনে থাকা ইংলিশ অধিনায়ক লঙ্কানদের বিপক্ষে ২-১ ব্যবধানে জেতা সিরিজে না খেললেও ছিলেন দলের সঙ্গেই।

দলে ফিরেছেন স্পিনার রেহান আহমেদ ও জ্যাক লিচ। ২০২২ সালের ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে করাচি টেস্ট অভিষেক হয় রেহানের। আর গত জানুয়ারিতে ভারতের বিপক্ষে প্রথম টেস্টের পর আবার দলে ফিরলেন লিচ।

গত শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় টেস্টে অভিষেক হওয়া ২০ বছর বয়সী পেসার জশ হালও দলে আছেন। আরও আছেন এখনও সাদা পোশাকে অভিষেকের অপেক্ষায় থাকা পেসার ব্রায়ডন কারস এবং ব্যাটার জর্ডান কক্স।

আগামী ৭ অক্টোবর মুলতানে শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এর আগে ২০২২ সালে পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজে স্বাগতিকদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল ইংলিশরা।

পাকিস্তান সফরের ইংল্যান্ড টেস্ট দল :

বেন স্টোকস (অধিনায়ক), রেহান আহমেদ, গাস অ্যাটকিনসন, শোয়েব বশির, হ্যারি ব্রুক, ব্রায়ডন কার্স, জর্ডান কক্স, জ্যাক ক্রলি, বেন ডাকেট, জশ হাল, জ্যাক লিচ, অলি পোপ, ম্যাথিউ পটস, জো রুট, জেইমি স্মিথ, ওলি স্টোন ও ক্রিস ওকস।

মন্তব্য করুন: