হেডের তাণ্ডবের পর বোলারদের নৈপুণ্যে অস্ট্রেলিয়ার জয়

১২ সেপ্টেম্বর ২০২৪

হেডের তাণ্ডবের পর বোলারদের নৈপুণ্যে অস্ট্রেলিয়ার জয়

নতুন প্রতিপক্ষ কিন্তু আবারও সেই পুরোনো ট্র্যাভিস হেডকে দেখল ক্রিকেট বিশ্ব। পাওয়ারপ্লেতে চার-ছক্কার ফুলঝুরিতে তুলে নিলেন ফিফটি। কিন্তু বাঁহাতি এই ওপেনার সাজঘরে ফিরতেই কমে গিয়েছিল অস্ট্রেলিয়ার রানের গতি। ২০০ রানের সম্ভাবনা জাগিয়ে ১৮০ রান করতে না পারলেও বোলারদের নৈপুণ্যে ২৮ রানে ম্যাচ জিতে নিয়েছে তারা।

বুধবার সাউথ্যাম্পটনে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে হেডের তাণ্ডবে প্রথম ৬ ওভারে ৮৬ রানের উদ্বোধনী গড়লেও অস্ট্রেলিয়া অলআউট হয় ১৭৯ রানে। লক্ষ্য তাড়ায় জশ হ্যাজেলউড-অ্যাডাম জ্যাম্পাদের দুর্দান্ত বোলিংয়ে ১৯ ওভার ২ বলে ১৫১ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড।

টস হেরে ব্যাটিংয়ে নেমে দেখে শুনেই শুরুটা করেন দুই ওপেনার হেড ও ম্যাথিউ শর্ট। নিজের খেলা প্রথম ১২ বলে হেড তোলেন ১৫ রান। এরপরই খোলস ছেড়ে বেড়িয়ে আসেন এই বাঁহাতি ওপেনার। স্যাম কারেনের পঞ্চম ওভারে ৩টি করে চার ও ছক্কায় নেন ৩০ রান। ১৯ বলে হাঁকান ফিফটি। পাওয়ারপ্লের শেষ বলে তার এই বিধ্বংসী ইনিংসটি থামান সাকিব মাহমুদ।

২৩ বলে ৮ চার ও ৪ ছক্কায় হেড ফেরেন ৫৯ রান করে। চলতি বছর টি-টুয়েন্টি ক্রিকেটে পাওয়ারপ্লের ভেতর এটি তার সপ্তম ফিফটি।

এই ওপেনার ফিরলে পরের ব্যাটাররা ইংলিশদের সামনে তেমন একটা সুবিধা করতে পারেননি। শর্ট করেন ২৬ বলে ৪১ রান। জস ইংলিস ফেরেন ২৭ বলে ৩৭ রান করে। এই তিন ব্যাটার ছাড়া আর কেউই ১৫ রানের বেশি করতে পারেনি। শেষ পর্যন্ত তিন বল আগেই অলআউট হয় অজিরা।

জবাবে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। পাওয়ারপ্লেতে ৪৬ রান তুলতেই হারায় টপ-অর্ডারের তিন ব্যাটারকে। এরপর লিয়াম লিভিংস্টোন ও কারেন ৫৪ রানের জুটি গড়ে প্রতিরোধের চেষ্টা চালান। কিন্তু এই জুটি ভাঙলে আর ম্যাচে ফিরতে পারেনি স্বাগতিকরা। দলের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন লিভিংস্টোন।

বল হাতে উইকেট পেয়েছেন অস্ট্রেলিয়ার ছয় বোলারই। পেসার শন অ্যাবটের শিকার ৩ উইকেট। হ্যাজেলউড ও জ্যাম্পার ২টি করে উইকেট নেন।

শুক্রবার কার্ডিফে সিরিজে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে দু'দল।

মন্তব্য করুন: