চতুর্থ দিনেও শুরু হতে পারেনি আফগানিস্তান-নিউ জিল্যান্ড টেস্ট

১২ সেপ্টেম্বর ২০২৪

চতুর্থ দিনেও শুরু হতে পারেনি আফগানিস্তান-নিউ জিল্যান্ড টেস্ট

প্রথমবারের মতো নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলার সুযোগ পেয়েছিল আফগানিস্তান। কিন্তু বৈরি আবহওয়া ও মাঠের বাজে অবস্থার কারণে পুরো ম্যাচটিই পণ্ড হওয়ার পথে। কোনো বল না গড়িয়ে ম্যাচের চতুর্থ দিনের খেলাও পরিত্যক্ত হয়েছে বৃষ্টির কারণে।

বৃহস্পতিবার ভারতের উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় সকালের শুরুটা হয়েছিল মেঘের ঘনঘটায়। খেলা শুরুর সময় এগিয়ে আসতেই শুরু হয় ভারী বর্ষণ। ফলে আগের দিনের মতো স্থানীয় সময় সকাল সোয়া ৯টায় পরিত্যক্ত ঘোষণা করা হয় দিনে খেলার। আফগানিস্তান-নিউ জিল্যান্ডের একমাত্র টেস্টের চতুর্থ দিনেও টস হলো না।

এদিন খেলা পরিত্যক্ত ঘোষণার সময় টিভি ধারাভাষ্যে বলা হয়, নয়ডা ও আশেপাশের এলাকায় গত সাতদিনে ১ হাজার ২০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

এর আগে ম্যাচের প্রথম দুই দিনের খেলা আগের রাতগুলোর বৃষ্টি ও বাজে ড্রেনেজ ব্যবস্থার কারণে পরিত্যক্ত হয়। রোদ ঝলমলে দিনেও মাঠ খেলার উপযোগী করে তুলতে পারেনি মাঠকর্মীরা। এবার টানা দুইদিনের বৃষ্টির ফলে পঞ্চম দিনেও খেলা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

টেস্ট ইতিহাসে এখন পর্যন্ত কোনো বল না গড়িয়ে মোট সাতটি ম্যাচের খেলা শেষ হয়। ১৯৯৮ সালে সবশেষ এমন ঘটনা হয়। সেখানেও ছিল নিউ জিল্যান্ড। ঘরের মাঠে সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল ভারত।

কিউইদের বিপক্ষে ঐতিহাসিক এই টেস্টের জন্য আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে (এসিবি) বেঙ্গালুরু ও কানপুরকে ভেন্যু করার প্রস্তাব দিয়েছিল বিসিসিআই। কিন্তু আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে কাছে হওয়ায় এবং অতিরিক্ত ভ্রমণ এড়াতে নয়া দিল্লির কাছে গ্রেটার নয়ডাকে বেছে নেয় এসিবি।

মন্তব্য করুন: