শ্রীলঙ্কায় টি-টুয়েন্টি সিরিজও জিতল বাংলাদেশ

১৫ সেপ্টেম্বর ২০২৪

শ্রীলঙ্কায় টি-টুয়েন্টি সিরিজও জিতল বাংলাদেশ

শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজের পর টি-টুয়েন্টি সিরিজেও জিতেছে বাংলাদেশ নারী ‘এ’ দল। শ্রীলঙ্কা ‘এ’ দলকে সিরিজের তৃতীয় ম্যাচে ১০ রানে হারিয়েছে রাবেয়া খানের দল।

রোববার কলম্বোয় পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি-টুয়েন্টিতে টস জিতে আগে ব্যাট করে ৯ উইকেটে ৯৭ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে মারুফা আক্তার, নাহিদা আক্তার ও অধিনায়ক রাবেয়ার নিয়ন্ত্রিত বোলিংয়ে ৮ উইকেটে ৮৭ রানে থামে স্বাগতিকদের ইনিংস।

আগের ম্যাচে ১৬৪ রানের বড় সংগ্রহ পেলেও এদিন ব্যাট হাতে তেমন সুবিধা করতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। সাথী রানী বর্মণের ২১ বলে ২৬ ও রিতু মনির ৩৩ বলে অপরাজিত ২৫ রান ছাড়া ব্যর্থ হন বাকি সবাই।

তবে বল হাতে আগের দ্বিতীয় টি-টুয়েন্টির মতো স্বাগতিকদের ওপর ছড়ি ঘোরাতে থাকে বাংলাদেশ। মারুফা-নাহিদার বোলিং তোপে ২৮ রানের মাঝেই হারায় ৪ উইকেট। মাঝে লঙ্কানরা প্রতিরোধের চেষ্টা করলেও অধিনায়ক রাবেয়া তা বেশি বড় হতে দেননি।

দুটি করে উইকেট শিকার করেন মারুফা, নাহিদা ও রাবেয়া।

মন্তব্য করুন: