অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের নেতৃত্বে ব্রুক
১৫ সেপ্টেম্বর ২০২৪
চোটের কারণে গত জুলাই থেকে ক্রিকেটের বাইরে আছেন জস বাটলার। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের পর এবার ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে গেছেন এই উইকেট-কিপার ব্যাটার। তার বদলে পাঁচ ম্যাচের সিরিজে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেবেন হ্যারি ব্রুক।
রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। দলে জায়গা পেয়েছেন গত শুক্রবার কার্ডিফে দ্বিতীয় টি-টুয়েন্টিতে ব্যাট-বলে দুর্দান্ত পারফর্ম করা লিয়াম লিভিংস্টোন। আছেন টি-টুয়েন্টি সিরিজে ইংলিশদের নেতৃত্ব দেওয়া ফিল সল্টও।
গত জুলাইয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালে ভারতের বিপক্ষে ইংল্যান্ডের হয়ে সবশেষ মাঠে নামেন বাটলার। এর ডান পায়ের কাফ মাসলের চোটে ঘরোয়া ক্রিকেটেও খেলতে পারেননি ইংলিশদের সাদা বলের নিয়মিত অধিনায়ক।
৩৪ বছর বয়সী এই ক্রিকেটারের অবর্তমানে প্রথবারের মতো ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন ব্রুক। দলের ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে বিবেচনায় আছেন তিনি। ২০১৮ সালে ছিলেন ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক। সম্প্রতি দ্য হান্ড্রেডে ছিলেন নর্দান সুপারচার্জার্সের নেতৃত্বে।
টেস্ট অধিনায়ক বেন স্টোকসের নেতৃত্বের ধরন থেকে অধিনায়কত্ব শিখছেন জানিয়ে ২৫ বছর বয়সী এই ক্রিকেটার বলেন, “আমি স্টোকসির সঙ্গে অনেক খেলেছি এবং তার নেতৃত্বের ধরন খুব কাছ থেকে দেখেছি। মিথ্যা বলা হবে, যদি বলি তার কাছ থেকে কিছু শিখিনি।”
১৮ মাস আগে ইংল্যান্ডের জার্সিতে ওয়ানডেকে অভিষেক হয় ব্রুকের। তবে টেস্ট ও টি-টুয়েন্টিতে আলাদাভাবে নজর কেড়েছেন তিনি। একদিনের ক্রিকেটে এখন পর্যন্ত ১৫ ইনিংসে তার ব্যাটিং গড় ২৯ দশমিক ০৭।
আগামী শুক্রবার ট্রেন্ট ব্রিজে শুরু হবে সিরিজের প্রথম ম্যাচটি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াড:
হ্যারি ব্রুক (অধিনায়ক), জোফরা আর্চার, জ্যাকব বেথেল, ব্রাইডন কার্স, জর্ডান কক্স, বেন ডাকেট, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, ম্যাথিউ পটস, আদিল রশিদ, ফিল সল্ট, জেইমি স্মিথ, ওলি স্টোন, রিস টপলি ও জন টার্নার।
মন্তব্য করুন: