মিরপুরের স্মৃতি ফিরছে শ্রীলঙ্কা-নিউ জিল্যান্ড টেস্টে
১৮ সেপ্টেম্বর ২০২৪
শ্রীলঙ্কার মাটিতে শুরু হওয়া শ্রীলঙ্কা-নিউ জিল্যান্ড টেস্ট সিরিজের প্রথম টেস্টের মাঝে এক দিনের বিরতি থাকবে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবশেষ এমন ঘটনা ঘটেছিল ১৬ বছর আগে মিরপুরে।
বুধবার গলে শুরু হয়েছে কিউইদের বিপক্ষে লঙ্কানদের প্রথম টেস্ট। সূচি অনুযায়ী পাঁচ দিনের টেস্ট শেষ হওয়ার কথা ছিল আগামী রোববার। তবে দেশটিতে শনিবার প্রেসিডেন্ট নির্বাচন থাকায় সেদিন খেলায় বিরতি থাকবে। একদিন পিছিয়ে ম্যাচের শেষ দিন ধরা হয়েছে সোমবার।
একবিংশ শতাব্দীতে এই নিয়ে তৃতীয়বারের মতো টেস্ট ম্যাচের মাঝে এক দিনের বিরতি রাখা হচ্ছে। ২০০৮ সালে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে সবশেষ এই ঘটনা ঘটে। বাংলাদেশের জাতীয় নির্বাচনের কারণে ম্যাচের তৃতীয় দিন ও চতুর্থ দিনের মাঝে একদিন (২৯ ডিসেম্বর) বিরতি ছিল।
এর আগে ২০০১ সালে শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে কলম্বো টেস্টেও ম্যাচের তৃতীয় দিন ও চতুর্থ দিনের মাঝে একদিন বিরতি ছিল। সেবার কোনো নির্বাচন নয়, বরং বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বৌদ্ধ পূর্ণিমার কারণে এই বিরতি দেওয়া হয়।
মন্তব্য করুন: