টস জিতে ৩ পেসার নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

১৯ সেপ্টেম্বর ২০২৪

টস জিতে ৩ পেসার নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

চেন্নাইয়ে খেলা হচ্ছে পেস বোলিং সহায়ক লাল মাটির পিচে। আকাশ মেঘলা। কন্ডিশন কাজে লাগাতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ভারতের বিপক্ষে প্রথম টেস্টের দলে আছে তিন পেসার।

পাকিস্তানের বিপক্ষে খেলা সবশেষ ম্যাচের একাদশ নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টের আগে থেকেই আলোচনায় ছিল এমএ চিদাম্বরাম স্টেডিয়ামের পিচ নিয়ে। শেষ পর্যন্ত পেস সহায়ক লাল মাটির পিচেই মাঠে গড়িয়েছে ম্যাচ।

বাংলাদেশ দলের পেস আক্রমণের নেতৃত্বে আছেন তাসকিন আহমেদ। ডানহাতি এই ফাস্ট বোলারের সঙ্গে আছেন পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে উইকেট শিকার করা হাসান মাহমুদ এবং আগুন ঝরানো বোলিংয়ে উইকেট নেওয়া নাহিদ রানা।

স্পিনের দায়িত্বে আছেন যথারীতি দুই অলরাউন্ডার সাকিব আল হাসান মেহেদী হাসান মিরাজ।

শান্তর দলের মতো একাদশে তিন পেসার দুই স্পিনার নিয়ে মাঠে নেমেছে ভারতও। স্বাগতিকদের পেস আক্রমণে আছেন যশপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ আকাশ দীপ। স্পিন বিভাগ সামলাবেন রবীচন্দ্রন অশ্বিন রবীন্দ্র জাদেজা। এই ম্যাচ দিয়ে একাদশে ফিরেছেন বিরাট কোহলি, লোকেশ রাহুল রিশাভ পান্ত।

বাংলাদেশ একাদশ:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ নাহিদ রানা।

ভারত একাদশ:

রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সোয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, রিশাভ পান্ত, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ যশপ্রীত বুমরাহ।

মন্তব্য করুন: