ভারতের টপ-অর্ডার ধসিয়ে দিলেন হাসান

১৯ সেপ্টেম্বর ২০২৪

ভারতের টপ-অর্ডার ধসিয়ে দিলেন হাসান

মেঘলা আকাশের নিচে চেন্নাইয়ে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। খেলাও হচ্ছে পেস বোলিং সহায়ক লাল মাটির পিচে। আর বাংলাদেশ অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে সময় নেননি হাসান মাহমুদ। ডানহাতি এই পেসারের লেন্থ ও সুইংয়ে উইকেট হারিয়ে শুরুতেই দিশেহারা হয়ে পড়েছে ভারত।

বৃহস্পতিবার এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে ম্যাচের প্রথম দিনের ষষ্ঠ ওভারে প্রথম আঘাত হানেন হাসান। অফ স্ট্যাম্পের বাইরে ভালো লেন্থের ডেলিভারিতে প্রতিপক্ষ অধিনায়ক রোহিত শর্মা (৬) ক্যাচ দেন দ্বিতীয় স্লিপে শান্তর হাতে ক্যাচ দিয়ে ফেরেন।

পরের ওভারে আবারও আঘাত হানেন হাসান। লেগ-স্টাম্পের বল খেলতে গিয়ে উইকেটের পেছনে থাকা লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে কোনো রান না নিয়ে ফেরেন শুবমান গিল।

দশম ওভারে নিচের বড় শিকারটি ধরেন ২৪ বছর বয়সী হাসান। ফেরান বছরে প্রথমবারের মতো টেস্ট খেলতে নামা বিরাট কোহলিকে। অফ-স্টাম্পের বাইরের বল ড্রাইভ করতে গিয়ে উইকেটকিপারের তালুবন্দী হন ৬ রান করা এই অভিজ্ঞ ব্যাটার।

মন্তব্য করুন: