৩৭৬ রানে ভারতকে থামাল বাংলাদেশ

২০ সেপ্টেম্বর ২০২৪

৩৭৬ রানে ভারতকে থামাল বাংলাদেশ

রবীন্দ্র জাদেজা রবিচন্দ্রন অশ্বিনের দুর্দান্ত জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে নিয়ে বিশাল সংগ্রহের দিকে এগুচ্ছিল ভারত। কিন্তু দ্বিতীয় দিনে তাসকিন আহমেদের বোলিং তোপে তা আর হয়নি। এরপর হাসান মাহমুদের পঞ্চম উইকেট শিকারে স্বাগতিকদের ইনিংস ৩৭৬ রানে থামিয়ে দিয়েছে বাংলাদেশ।

শুক্রবার চেন্নাই টেস্টের দ্বিতীয় দিন ভারতের ইনিংসের স্থায়ীত্ব ছিল ১১ ওভার বল। দিনের তৃতীয় ওভারে জাদেজাকে তুলে নিয়ে সপ্তম উইকেটে ১৯৯ রানের জুটি ভাঙেন তাসকিন। উইকেটকিপার লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে জাদেজা ফেরেন ৮৬ রানে।

নিজের পরের ওভারেই আকাশ দীপের উইকেটও পেতে পারতেন তাসকিন। কিন্তু ভারতীয় ব্যাটারের উপরে মারা বল তালুবন্দী করতে ব্যর্থ হন সাকিব আল হাসান। তবে শেষ পর্যন্ত তাসকিনের শিকার হয়েই ফেরেন আকাশ। এবার তার ক্যাচ নেন নাজমুল হোসেন শান্ত।

পরের ওভারে অশ্বিনকে ফিরিয়ে বাংলাদেশকে স্বস্তি দেন তাসকিন। মিড-অফে থাকা শান্তর হাতে ক্যাচ দিয়ে থামে অশ্বিনের ১১৩ রানের দুর্দান্ত ইনিংসটি।

এরপর তৃতীয় স্লিপে জাকির হাসানের হাতে যশপ্রীত বুমরাহ ক্যাচ তুলে দিলে ইনিংসে নিজের উইকেট পূর্ণ করেন হাসান। টানা দুই ইনিংসে উইকেটের দেখা পেলেন তরুণ এই পেসার। এর আগে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ক্যারিয়ারে প্রথমবারের মতো এক ইনিংসে উইকেট শিকার করেন তিনি।

তাসকিনের শিকার ৩ উইকেট। একটি করে উইকেট নেন নাহিদ রানা ও মেহেদী হাসান মিরাজ।

মন্তব্য করুন: