দক্ষিণ আফ্রিকাকে গুঁড়িয়ে আফগানিস্তানের ঐতিহাসিক সিরিজ জয়

২১ সেপ্টেম্বর ২০২৪

দক্ষিণ আফ্রিকাকে গুঁড়িয়ে আফগানিস্তানের ঐতিহাসিক সিরিজ জয়

রহমানউল্লাহ গুরবাজের দুর্দান্ত শতকে বড় সংগ্রহ গড়েছিল আফগানিস্তান। লক্ষ্য তাড়ায় শুরুটা ভালোই পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু বোলিংয়ে এসেই সব লণ্ডভণ্ড করে দেন রশিদ খান। এই লেগ স্পিনারের ঘূর্ণি জাদুতে দিশেহারা হয়ে দেড়শ রানও করতে পারেনি প্রোটিয়ারা। ১৭৭ রানের জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই নিজেদের করে নিয়েছে আফগানরা।

শুক্রবার শারজায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে গুরবাজের শতকের পর আজমতউল্লাহ ওমারজাইয়ের বিধ্বংসী ব্যাটিংয়ে উইকেটে ৩১১ রানের সংগ্রহ পায় আফগানিস্তান। জবাবে রশিদের আরেক স্পিনার নানগায়াল খারোতির উইকেটে শিকারে ১৩৪ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

আইসিসির কোনো আসর ছাড়া এবারই প্রথম কোনো দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়েছে আফগানিস্তান দক্ষিণ আফ্রিকা।

এর আগে সিরিজের প্রথম ম্যাচেও প্রোটিয়াদের রীতিমত উড়িয়ে দিয়েছিল আফগানরা। ফজলহক ফারুকির পেস তোপে মাত্র ১০৬ রানেই গুটিয়ে যায় প্রোটিয়ারা। রশিদরা ম্যাচ জেতে উইকেটে।

এদিন টস জিতে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে আফগানদের ৮৮ রান এনে দেন গুরবাজ রিয়াজ হাসান। দ্বিতীয় উইকেটে রহমত শাহকে নিয়ে শতরানের জুটি গড়ে নিজের সেঞ্চুরি তুলে নেন গুরবাজ। ক্যারিয়ারের সপ্তম শতকে ডানহাতি এই ব্যাটার ফেরেন ১০৫ রান করে।

এরপর প্রোটিয়াদের ওপর ঝড় তোলেন ওমারজাই। ৫০ বলের ইনিংসে চার ছক্কায় এই ব্যাটার অপরাজিত থাকেন ৮৬ রানে। রহমত করেন ৫০ রান।

লক্ষ্য তাড়ায় ৭৩ রানের উদ্বোধনী জুটিতে দক্ষিণ আফ্রিকাকে ভালো শুরু এনে দেন টেম্বা বাভুমা টনি ডি জর্জি। ওমারজাইয়ের বলে বাভুমা (৩৮) ফিরতেই ছন্দপতন ঘটে প্রোটিয়া ব্যাটিং অর্ডারে। ৩১ রান করা ডি জর্জিকে তুলে নিয়ে উইকেট শিকারে শুরু করেন রশিদ। এরপরের ব্যাটারদের মধ্যে কেবল রিজা হেন্ড্রিকস (১৭) এইডেন মারক্রাম (২১) ছাড়া আর কেউই দুই অঙ্কের ছোঁয়া পাননি। তাদের ইনিংস থামে ৩৪ ওভার বলে।

জন্মদিনে ওভারে ১৯ রান দিয়ে উইকেট নিয়ে ম্যাচসেরা হন রশিদ। ওভার বলে ২৬ রান দিয়ে খরোতির শিকার উইকেট।

রোববার একই মাঠে সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে দুদল।

মন্তব্য করুন: