বাংলাদেশের সবচেয়ে বয়স্ক টেস্ট ক্রিকেটার সাকিব
২১ সেপ্টেম্বর ২০২৪
ব্যাট-বলে বাংলাদেশ ক্রিকেটের অনেক রেকর্ড মালিক সাকিব আল হাসান চেন্নাই টেস্টের তৃতীয় দিন গড়েছেন আরেকটি রেকর্ড। দেশের ইতিহাসের সবচেয়ে বেশি বয়সে টেস্ট খেলতে মাঠে নেমেছেন বাঁহাতি এই অলরাউন্ডার।
শনিবার ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টের তৃতীয় দিন মাঠে নামার সময় সাকিবের বয়স ছিল ৩৭ বছর ১৮১ দিন।
এতদিন বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি বয়সী টেস্ট ক্রিকেটার ছিলেন মোহাম্মদ রফিক। ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের সবশেষ টেস্ট খেলেন এই বাঁহাতি অলরাউন্ডার। চট্টগ্রামে অনুষ্ঠিত সেই ম্যাচ শেষে তার বয়স ছিল ৩৭ বছর ১৮০ দিন।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে মাঠে নামা ক্রিকেটার হলেন ইংল্যান্ডের উইলফ্রেড রোডস। এই অলরাউন্ডার আবার সবচেয়ে লম্বা টেস্ট ক্যারিয়ারের মালিকও। ১৮৯৯ সালের ১ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেন তিনি। ১৯৩০ সালের ৩ এপ্রিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেন শেষ টেস্ট। সে সময় তার বয়স ছিল ৫২ বছর ১৬৫ দিন।
মন্তব্য করুন: