ব্যাটিং ব্যর্থতায় ভারতের কাছে উড়ে গেল বাংলাদেশ
২২ সেপ্টেম্বর ২০২৪
শেষ দুই দিনে জয়ের জন্য দরকার ছিল আরও ৩৫৭ রানের। হাতে ছিল ৬ উইকেট। ক্রিজে থাকা নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসান চতুর্থ দিনের শুরুটাও করেছিলেন বেশ দেখেশুনেই। কিন্তু প্রথম ঘণ্টার খেলা শেষ হতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং-অর্ডার। একের পর এক উইকেট বিলিয়ে দিয়ে এসে সিরিজের প্রথম টেস্টে ২৮০ রানে হেরেছে সফরকারীরা।
আগের দিনের ৪ উইকেটে ১৫৮ রান নিয়ে রোববার চেন্নাই টেস্টের চতুর্থ দিনের খেলা শুরু করা বাংলাদেশের ইনিংস গুটিয়ে যায় ২৩৪ রানে। ৫১৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা শান্তর দল মাত্র ৪০ রানের ব্যবধানে নিজেদের শেষ ৬ উইকেট হারায়।
এদিন ভারতীয় বোলারদের সমালে কোনো বিপদ ছাড়াই প্রথম ঘণ্টা পার করেন শান্ত ও সাকিব। কিন্তু রবিচন্দ্রন অশ্বিন আক্রমণে আসতেই ভেঙে পড়ে সেই প্রতিরোধ। দিনে নিজের প্রথম ওভারে এই অফ স্পিনার তুলে নেন সাকিবের (২৫) উইকেট। ১৯৪ রানে ভাঙে পঞ্চম উইকেটের এই ৪৮ রানের জুটি। এরপর বাংলাদেশের ইনিংসের স্থায়ীত্ব ছিল ১০ ওভার ৩ বল।
ক্রিজে বেশিক্ষণ টিকেননি লিটন দাস (১)। আর উইকেট বিলিয়ে দিয়ে আসেন মেহেদী হাসান মিরাজ (৮)। তাকে তুলে নিয়ে এক ইনিংসে ক্যারিয়ারের ৩৭তম বার পাঁচ উইকেট শিকার করেন অশ্বিন। এছাড়াও ক্যারিয়ারে চতুর্থবারের মতো এক টেস্টে সেঞ্চুরি ও ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার।
এরপর দ্রুত ফেরেন ৮২ রান করা শান্তও। পুরো ম্যাচে দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন তিনি। দারুণ খেলতে থাকা বাংলাদেশ অধিনায়ককে ফেরান রবীন্দ্র জাদেজা। এরপর দলীয় সংগ্রহে আর ১২ রান যোগ করে অলআউট হয় বাংলাদেশ।
ম্যাচসেরা অশ্বিনের শিকার ৬ উইকেট। জাদেজা নেন ৩ উইকেট।
এর আগে প্রথম ইনিংসে হাসান মাহমুদের বোলিং তোপে ১৪৪ রানে ৬ উইকেট হারিয়ে দারুণ চাপে পড়েছিল ভারত। সেখান থেকে জাদেজা ও অশ্বিনের ১৯৯ রানের জুটির ওপর ভর করে ৩৭৬ রানের সংগ্রহ পায় স্বাগতিকরা। ক্যারিয়ারের ষষ্ঠ শতকে অশ্বিন করেন ১১৩ রান। জবাবে যশপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজের পেস তোপে কেবল ১৪৯ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ।
ফলো-অনে পাঠানোর সুযোগ থাকলেও তা না করা ভারত শুবমান গিল ও রিশাভ পান্তের জোড়া শতকের পর ৪ উইকেটে ২৮৭ রানে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। প্রথম ইনিংসে ২২৭ রানে এগিয়ে থাকায় বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৫১৫ রানের।
আগামী শুক্রবার কানপুরে সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামবে দু’দল।
[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে।]
মন্তব্য করুন: